IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিকে পৃথ্বী শ -র বাউন্সারটি মাথায় লাগার পরেই তার কাছে দৌড়ে চলে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷
#মুম্বই: কলকাতা রবিবার দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়৷ দিল্লির ওপেনার পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নার দলকে দারুণ শুরু করিয়ে দেন৷ এই মরশুমে কলকাতাকে শুরুতেই উইকেট তুলে সাফল্যের রাস্তায় হাঁটিয়ে দেওয়া উমেশ যাদব এদিন ফ্লপ৷ এদিন পৃথ্বী ও ওয়ার্নারের বিরুদ্ধে তিনি একেবারেই ব্যর্থ৷ পৃথ্বী শ ম্যাচের প্রথম বলেই চার রান মারেন৷
এদিকে পৃথ্বী শ -র বাউন্সারটি মাথায় লাগার পরেই তার কাছে দৌড়ে চলে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ কিন্তু এরপরেই তিনি পরের বলেই উমেশকে শাস্তি দেন৷
5⃣0⃣-run stand! 👏 👏 Cracking start for @DelhiCapitals as @PrithviShaw & @davidwarner31 complete a half-century partnership in just 4 overs. 💪 💪 Follow the match ▶️ https://t.co/4vNW3LXMWM#TATAIPL | #KKRvDC pic.twitter.com/tLW7b0SVPI
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
advertisement
advertisement
ইনিংসের তৃতীয় ওভারে উমেশ যাদব পৃথ্বী শকে আউট করার জন্য বাউন্সারের সাহায্য নেন৷ বাউন্সারের পরপর দুটো বল মারেন৷ এরমধ্যে একটা বাউন্সার হেলমেটে গিয়ে লাগে৷ এরফলে কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছে৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে উমেশ বাউন্সার দেন৷ কিন্তু পৃথ্বী শ কোনও প্রকারের বলের লাইনে সফল হন৷ কিন্তু বল চার হয়ে যায়৷ পঞ্চম বলে পৃথ্বী শ -র হেলমেটে লাগে৷ বাউন্ডারি লাইনে পার হয়ে যায়৷ সেখানেই এই ওভারে পৃথ্বী শ জেনে বুঝে হাওয়া শট খেলেন৷ উমেশের বলের কড়া জবাব দেন৷ তিনি মিডউইকেটে ফিল্ডারের ওপর দিয়ে চার মারেন৷
advertisement
এর আগে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে পৃথ্বী শ শানদার ৫১ রান করেন৷ এই মরশুমে ৪ ম্যাচে ১৪০ -র বেশি রান বানিয়ে ফেলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2022 6:34 PM IST