চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ম্যাচ শেষে মুম্বইয়ের বিরুদ্ধে জিতে যেতেই দারুণ আনন্দে বিরাট কোহলি৷ বিন্দাস গল্প করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটারদের সঙ্গে৷
#মুম্বই: আরসিবি -র তারকা বিরাট কোহলি (Virat Kohli) জোর গল্পে ব্যস্ত, কার সঙ্গে গল্প করছেন জানেন, তিনি হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)৷ মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে সাত উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে বধ করেছিল৷ পুণের এমসিএ স্টেডিয়ামে এই হারের সাক্ষী হল দুই দলের ফ্যানরা৷ তবে আরও যা নজর কাড়ল তা হল বিরাট কোহলির সঙ্গে সচিন তেন্ডুলকরের খোশ গল্প৷
কোহলি ৪৮ রানে আউট হন, আর তারপরে বেশ রেগে গিয়েছিলেন তা বোঝা যাচ্ছিল৷ বিতর্কিত পরিস্থিতিতে আউট হয়ে বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়৷ প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় তাঁর বডি ল্যাঙ্গোয়েজ পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল মোটেই খুশি নন কিং কোহলি৷ কিন্তু ম্যাচ শেষে মুম্বইয়ের বিরুদ্ধে জিতে যেতেই দারুণ আনন্দে বিরাট কোহলি৷ বিন্দাস গল্প করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটারদের সঙ্গে৷
advertisement
Always a pleasure to see you paji. ⭐🐐@sachin_rt pic.twitter.com/SrOIXW9hl2
— Virat Kohli (@imVkohli) April 10, 2022
advertisement
তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিতে কখনই কুণ্ঠা করেন না বিরাট কোহলি৷ আন্তর্জাতিক মঞ্চেও বিভিন্ন সময়ে তাঁকে জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে গল্প করতে দেখা যায়৷ তাঁর উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারে এটাও একটা উজ্জ্বল দিক যখন তিনি জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে মেশেন তখন তারকার তকমা গা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলেন৷
advertisement
advertisement
বিরাট কোহললি এবং সচিন তেন্ডুলকরও বিশেষ মুহূর্ত কাটান মাঠেই৷ ম্যাচের শেষে কথা বলতে দেখা যায় তাঁদের৷ নিজের ফেয়ারওয়েল টেস্ট খেলার বহু বছর পর সচিন তেন্ডুলকর জানিয়েছিলেন কীভাবে বিরাট তাঁর বাবার দেওয়া জিনিস সচিনকে গিফট হিসেবে দেখতে পাওয়া যায়৷ তবে সচিন জানিয়েছিলেন যে বিরাটের আন্তরিকতায় তিনি মুগ্ধ, কিন্তু কোনওভাবেই নিজের বাবা-র দেওয়া শেষ উপহার কাউকে দেওয়া উচিত নয় একথা বলেছিলেন তিনি৷
advertisement
কোহলিকে সচিন তেন্ডুলকরের উত্তরসূরী বলা হয়৷ তাঁর রান এবং শতরানের অপূর্ব রেকর্ড যদি কারোর দ্বারা ছোঁওয়া সম্ভব হয় তা এই মুহূর্তে শুধু বিরাট কোহলির পক্ষেই সম্ভব৷ সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটের একমাত্র ক্রিকেটার যাঁর শতরান রয়েছে৷ ক্রিকেটপ্রেমীরা আশা করেনন বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি সচিনের এই রেকর্ড ভাঙতে পারেন৷ যদিও ২০১৯ -র নভেম্বরের পর এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করতে পারেননি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2022 4:34 PM IST