IND vs AUS: সূর্যকুমার যাদবরা মেলাননি হাত, পার্থে পাকিস্তান ফ্যানের সঙ্গে যা করলেন রোহিত-কোহলি...! ভাইরাল ভিডিও

Last Updated:

IND vs AUS: এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানো নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী মহসিন নকভির হাত থেকে ট্রফি পর্যন্ত নেন সূর্যকুমার যাদবরা।

News18
News18
এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানো নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী মহসিন নকভির হাত থেকে ট্রফি পর্যন্ত নেন সূর্যকুমার যাদবরা। কিন্তু বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় দলে ফিরতেই দেখা গেল অন্য দৃশ্য। যা মন জয় করে নিল নেটিজেনদের। পার্থে এক পাকিস্তানি ফ্য়ানের আবদার মেটালেন বিরাট কোহলি। রোহিত শর্মা নিজে থেকে এগিয়ে গিয়ে দেখালেন সৌজন্যতা।
অস্ট্রেলিয়ায় সফররত ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার একটি হোটেলের সামনে এক পাকিস্তান ভক্তের জার্সিতে স্বাক্ষর করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। দলীয় হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তের আবেদনে এই দুই তারকা ক্রিকেটার যেভাবে সাড়া দিয়েছেন, তা আবারও প্রমাণ করে যে দেশেরই হোক না কেন, ভক্তদের প্রতি ভালোবাসা ও সম্মান কতটা গভীর।
advertisement
ঘটনার সময় বিরাট কোহলি প্রথমে ওই ভক্ত, সাহিলের হাতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় দলের জার্সিতে স্বাক্ষর করেন। এরপর রোহিত শর্মা, যিনি তখন টিম বাসে ছিলেন, ভক্তের ইশারায় বাস থেকে নেমে এসে তার জার্সিতে অটোগ্রাফ দেন। সাহিলের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় কোহলি-রোহিতকে। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
advertisement
ভক্ত সাহিল এই ঘটনার পর বলেন, “কোহলির সঙ্গে আবার দেখা হওয়া দারুণ ছিল। তিনি অত্যন্ত বিনয়ী। রোহিত ভাই তো বাসে ছিলেন, আমি শুধু ইশারা করেছিলাম। কিন্তু তিনিও নামলেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।” সাহিলের মতো অসংখ্য ভক্ত এই দুই কিংবদন্তির এমন মানবিক আচরণে মুগ্ধ।
advertisement
প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার আট ম্যাচের সীমিত ওভারের সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, পার্থ স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে নজর থাকবে কোহলি ও রোহিতের দিকে, কারণ তারা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। সিরিজটি শেষ হবে ৮ই নভেম্বর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: সূর্যকুমার যাদবরা মেলাননি হাত, পার্থে পাকিস্তান ফ্যানের সঙ্গে যা করলেন রোহিত-কোহলি...! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement