IND vs AUS: অনুশীলনে মুখোমুখি রোহিত-গম্ভীর, উত্তপ্ত বাক্য বিনিময় না অন্য কিছু? তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 1st ODI: ভারতীয় ক্রিকেটের আঙিনায় এই সিরিজ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কোচ গৌতম গম্ভীর। ক্রিকেট মাঠের বাইরের সম্পর্ক ও ভবিষ্যতের পরিকল্পনাই এখন মূল আলোচ্য বিষয় টিম ইন্ডিয়ার অন্দরে।
ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজ কাগজে-কলমে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে ভারতীয় ক্রিকেটের আঙিনায় এই সিরিজ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কোচ গৌতম গম্ভীর। ক্রিকেট মাঠের বাইরের সম্পর্ক ও ভবিষ্যতের পরিকল্পনাই এখন মূল আলোচ্য বিষয় টিম ইন্ডিয়ার অন্দরে।
সম্প্রতি পার্থে ভারতের প্রথম অনুশীলনের সময় রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের একটি ছোট কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। স্টার স্পোর্টসের একটি ক্লিপে দেখা যায়, তারা কিছু সময়ের জন্য কথা বলছেন এবং পরে রোহিত নেটে ব্যাট করতে যান। ভিডিওটি মুহূর্তেই ভক্তদের মধ্যে আগ্রহের জন্ম দেয়, বিশেষ করে মুম্বইকার রোহিতের ফ্যানেদের মধ্যে।
advertisement
রোহিত শর্মা দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। মাত্র ক’দিন হাতে রয়েছে নিজেকে খাপ খাওয়ানোর জন্য, বিশেষ করে অস্ট্রেলিয়ার পার্থের মতো দ্রুতগতির পিচে খেলার আগে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নেটে নামার আগে গম্ভীরের সঙ্গে রোহিতের একটি দীর্ঘ আলাপ হয়, যা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
advertisement
✅ Touchdown Perth
✅ Hit the nets
✅ No cars damaged (IYKYK 😂)@ImRo45 is all set to get things rolling Down Under! 🔥#AUSvIND 👉 1st ODI | SUN, 19th OCT, 8 AM! pic.twitter.com/SBxjadYHcZ— Star Sports (@StarSportsIndia) October 16, 2025
advertisement
গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল দুইজনই প্রকাশ্যে রোহিত ও কোহলির অভিজ্ঞতার প্রশংসা করেছেন, তবে তাদের পারফরম্যান্সকেই সামনে রেখে ভবিষ্যতের দলগঠন নির্ভর করছে বলে ইঙ্গিত দিয়েছেন। গম্ভীর বলেন, বর্তমানেই মনোযোগ দেওয়া জরুরি, এবং দুই সিনিয়র খেলোয়াড়ের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় কাজে লাগবে।
advertisement
অন্যদিকে, গিল বলেন, রোহিত ও কোহলি গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের হয়ে খেলছেন এবং ম্যাচ জেতাচ্ছেন। তাদের অভিজ্ঞতা ও উপস্থিতি প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ, আর এবারও তারা যেন মাঠে সেই ‘জাদু’ দেখাতে পারেন, সেটাই প্রত্যাশা। সব মিলিয়ে, সিরিজ শুরুর আগে রোহিত-গম্ভীর আলোচনার এই মুহূর্ত ভারতীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেটে নয়া জল্পনার জন্ম দিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 9:20 AM IST