Bangla News: মাটির নিচে ফোঁসফোঁস আওয়াজ, উৎস খুঁজতে বাড়ি ভাঙতেই চক্ষু চড়ক গাছ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bangla News: আশুতি ওয়ানে মাটির বাড়ি থেকে উদ্ধার প্রায় ৬ ফুটের বিষধর কেউটে । আতঙ্কে ভেঙে ফেলল মাটির বাড়ি চাঞ্চল এলাকায়
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর শুরু হয় মাটির বাড়ি ভাঙার কাজ। মাটির বাড়ি ভাঙার সময় এলাকাবাসীরা দেখতে পাই বেশ কয়েকটি সাপের ডিম। এরপর আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পরিবেশ কর্মী কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশকর্মী দিবাকর নস্কর এরপর মাটির বাড়ির মেজে খুঁড়ে উদ্ধার হয় বিষধর কেউটে সাপ এবং বেশ কয়েকটি ডিম।
advertisement
