Bangla News: মাটির নিচে ফোঁসফোঁস আওয়াজ, উৎস খুঁজতে বাড়ি ভাঙতেই চক্ষু চড়ক গাছ

Last Updated:
Bangla News: আশুতি ওয়ানে মাটির বাড়ি থেকে উদ্ধার প্রায় ৬ ফুটের বিষধর কেউটে । আতঙ্কে ভেঙে ফেলল মাটির বাড়ি চাঞ্চল এলাকায়
1/6
বেশ কয়েকদিন ধরে মাটির বাড়ির মধ্যে থেকে ভেসে আসতো ফোঁস ফোঁস আওয়াজ। এই আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়তো পরিবারের লোকজনেরা। কোথা থেকে ভেসে আসতো এই আওয়াজ সেই আওয়াজের সন্ধান করতে গিয়ে চক্ষু চরক গাছ এলাকাবাসীর।
বেশ কয়েকদিন ধরে মাটির বাড়ির মধ্যে থেকে ভেসে আসতো ফোঁস ফোঁস আওয়াজ। এই আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়তো পরিবারের লোকজনেরা। কোথা থেকে ভেসে আসতো এই আওয়াজ সেই আওয়াজের সন্ধান করতে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে উঠলো এলাকাবাসীদের।
advertisement
2/6
মাটি খুঁড়ে উদ্ধার হল বিষধর কেউটে সাপ শুধু তাই নয় উদ্ধার হয় বেশ কয়েকটি সাপের ডিম। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের লোকজনেরা।
মাটি খুঁড়ে উদ্ধার হল বিষধর কেউটে সাপ শুধু তাই নয় উদ্ধার হয় বেশ কয়েকটি সাপের ডিম। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের লোকজনেরা।
advertisement
3/6
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আসতি থানার অন্তর্গত আসতি ১ নম্বর ব্লকের বেগপাড়া এলাকায় এক চিলতে মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করত তৌফিক বেগ। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকার কারণে মাটির ঘরেই বাস করত বেগ পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আসতি থানার অন্তর্গত আসতি ১ নম্বর ব্লকের বেগপাড়া এলাকায় এক চিলতে মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করত তৌফিক বেগ। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকার কারণে মাটির ঘরেই বাস করত বেগ পরিবারের সদস্যরা।
advertisement
4/6
কয়েকদিন ধরে মাটির ঘরের নিচে থেকে ফোসফোঁস আওয়াজ ভেসে আসতো। আতঙ্কিত হয়ে পড়লেও এই শব্দ শুনে সপরিবারে ই ওই বাড়িতেই বসবাস করত তৌফিক ও তার পরিবার। এক বছর ধরে এই শব্দ আসতো বাড়ির নিচে থেকে অবশেষে আজ সেই শব্দের উৎস জানার জন্য এলাকাবাসীদের জানান তৌফিক।
কয়েকদিন ধরে মাটির ঘরের নিচে থেকে ফোসফোঁস আওয়াজ ভেসে আসতো। আতঙ্কিত হয়ে পড়লেও এই শব্দ শুনে সপরিবারে ই ওই বাড়িতেই বসবাস করত তৌফিক ও তার পরিবার। এক বছর ধরে এই শব্দ আসতো বাড়ির নিচে থেকে অবশেষে আজ সেই শব্দের উৎস জানার জন্য এলাকাবাসীদের জানান তৌফিক।
advertisement
5/6
এরপর শুরু হয় মাটির বাড়ি ভাঙার কাজ। মাটির বাড়ি ভাঙার সময় এলাকাবাসীরা দেখতে পাই বেশ কয়েকটি সাপের ডিম। এরপর আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পরিবেশ কর্মী কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশকর্মী দিবাকর নস্কর এরপর মাটির বাড়ির মেজে খুঁড়ে উদ্ধার হয় বিষধর কেউটে সাপ এবং বেশ কয়েকটি ডিম।
এরপর শুরু হয় মাটির বাড়ি ভাঙার কাজ। মাটির বাড়ি ভাঙার সময় এলাকাবাসীরা দেখতে পাই বেশ কয়েকটি সাপের ডিম। এরপর আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পরিবেশ কর্মী কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশকর্মী দিবাকর নস্কর এরপর মাটির বাড়ির মেজে খুঁড়ে উদ্ধার হয় বিষধর কেউটে সাপ এবং বেশ কয়েকটি ডিম।
advertisement
6/6
এই ঘটনা সামনে আসায় এলাকার বাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা ভিড় জমায় তৌফিক এর বাড়ির সামনে। একে একে সাপের ডিম উদ্ধার করা হয় এবং একটি ৬ ফুট দৈর্ঘ্যের বিষধর কেউটে সাপকে উদ্ধার করা হয়।
এই ঘটনা সামনে আসায় এলাকার বাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা ভিড় জমায় তৌফিক এর বাড়ির সামনে। একে একে সাপের ডিম উদ্ধার করা হয় এবং একটি ৬ ফুট দৈর্ঘ্যের বিষধর কেউটে সাপকে উদ্ধার করা হয়।
advertisement
advertisement
advertisement