তোমার ক্যাচ ছাড়া যাবেই না, দু পা ছড়িয়ে এ কীভাবে শ্রেয়সকে আউট করলেন পন্থ, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

rishabh pant showed skill like ms dhoni- Photo Courtesy- Twitter
rishabh pant showed skill like ms dhoni- Photo Courtesy- Twitter
#মুম্বই: দিল্লি ক্যাপিটাল্স আইপিএলের ৪১ তম ম্যাচে কেকেআরকে চার উইকেটে হারিয়ে দিয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম কেকেআর (DC vs KKR) ম্যাচে কুলদীপ যাদব ও মুস্তাফিজুর রহমান এত দুর্দান্ত বোলিং করেন যে কেকেআর বড় স্কোর করতে ব্যর্থ হয়৷ একটা সময়ে কেকেআর ইনিংসকে ভদ্রস্থ স্কোর করার দিকে যাচ্ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও নীতিশ রানা৷ দুজন ক্রিকেটার ৫ উইকেটে ৪৮ রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন৷
এই রকম গুরুত্বপূর্ণ সময়ে কুলদীপ যাদব বল করার সময় ঋষভ পন্থ (Rishabh Pant) চিতাবাঘের মতো ফূর্তিতে শ্রেয়স আইয়ারের ক্যাচ ধরে নেয়৷ এরপর কলকাতা নাইট রাইডার্সের পুরো দল ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৪৬ রান করতে পারে৷ পন্থ ঠিক কীভাবে পা ছড়িয়ে ধরে ক্যাচ ধরেন তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
মোকাবিলায়  কেকেআর প্রথমে ব্যাট করতে আসে৷ টসে হেরে তারা প্রথমে ব্যাট করে৷ রাণা ৩৪ বলে ৫৭ রান করার পরেও দল ১৪৬ রানই করতে পারে৷ দিল্লি ১৯ ওভারে ৬ উইইকেটে ১৫০ রান করে নিজেদের চতুর্থ জয় পেল৷ দিল্লির পক্ষে ডেভিড ওয়ার্নার ২৬ বলে ৪২ রান,  রভম্যান পাওয়েল ১৬ বলে ৩৩, অক্ষর প্যাটেল ২৪, ললিত যাদব ২২ রান করেন৷ কেকেআরের উমেশ যাদব ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷
advertisement
কেকেআর নীতিশ যাদব অষ্টম ওভারে ব্যাট করতে নামেন তখন দলের রান ৪ উইকেটে ৩৫ রান করে৷ শ্রেয়স আইয়ার ৩৭ বলে ৪২ রান করে৷ রিঙ্কু সিং ১৬ বলে ২৩ রান করেন৷ তাদের জুটিতে ৬২ রান ওঠে৷
advertisement
দিল্লির ইনিংসও ভাল শুরু হয়নি৷ পৃথ্বী শ প্রথম বলেই আউট গয়ে যান৷ আউট করেন উমেশ যাদব৷ হর্ষিত রানা -করোনা সারিয়ে ফেরা মিচেল মার্শকেও টিকতে দেননি৷ কিন্তু এরপর উমেশ যাদব আরও আগুনে স্পেল ঝারান৷ তবে লাভের লাভ হয়নি৷ কেকেআরের অল্প রানের টার্গেট বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে ব্যাট করে ম্যাচ নিজেদের দিকে প্যাকআপ করে জিতে নেয় দিল্লি ক্যাপিটাল্স৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তোমার ক্যাচ ছাড়া যাবেই না, দু পা ছড়িয়ে এ কীভাবে শ্রেয়সকে আউট করলেন পন্থ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement