দিন দিন ঝগড়ুটে হয়ে উঠছেন ঋষভ পন্থ, কেকেআর ম্যাচে ফের একবার, ভাইরাল ভিডিওতে প্রমাণ

Last Updated:

পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটে৷

 IPL 2022: Rishabh Pant argues with on field umpires (PC-Addicric twitter)
IPL 2022: Rishabh Pant argues with on field umpires (PC-Addicric twitter)
#মুম্বই: মাঠে এতদিন তাঁর এই রূপ কেউ বড় একটা দেখেনি৷ কিন্তু দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক হওয়ার পর ঋষভ পন্থ (Rishabh Pant) রীতিমতো ঝগড়ুটে হয়ে উঠেছেন৷ সব সবে আইপিএল ২০২২ -এ (IPL 2022) একের পর এক মাঠে যা ঘটাচ্ছেন তাতে এছাড়া আর অন্য কিছুই বলা যাচ্ছে না৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ কিন্তু এই থেকেও শেখার বান্দা তিনি নন তা আবার প্রমাণ হয় গেল কেকেআরের বিরুদ্ধে ম্যাচে৷ আবারও একবার পুরনো ভুল করলেন পন্থ৷ ঋষভ পন্থ নো বল নিয়ে সকলের সঙ্গে ঝগড়া করতে শুরু করেন৷ এই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে তাঁর মাথা গরমের আভাস ভালই পাওয়া যাচ্ছে৷
পন্থ আম্পায়রের সঙ্গ কথা কাটাকাটির ঘটনাটি ঘটে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্সের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচের ১৭ নম্বর ওভারে৷ এই ওভারে ললিত যাদব বল করছিলেন৷ তৃতীয় বলে তিনি হাই ফুলটস দেন৷ যাতে নীতিশ রানা পয়েন্টে ওপর দিয়ে ছক্কা মেরে দেন৷ এই বলটিকে আম্পায়র কোমরের ওপর বল দেখিয়ে নোবল ডাকেন৷ পন্থ এই সিদ্ধান্তে সোজা হেঁটে আম্পায়রের কাছে পৌঁছে যান৷ রিপ্লেতে দেখা যায় ললিত যাদব এই বল নীতিশ রানার কোমরের ওপরেই লাগে৷ অর্থাৎ আম্পায়রের সিদ্ধান্ত সঠিক ছিল৷ কিন্তু ঋষভ পন্থ বারবার এই নিয়ে আম্পায়রকে প্রশ্ন করছেন এরকম দেখা যেতে থাকে৷
advertisement
advertisement
আম্পায়র অনেক বোঝানোর পর পন্থ মেনে নেন যে বলটি বৈধ ছিল না৷ পরের বল ফ্রি হিট ছিলষ কিন্তু নীতিশ রানা তার ফায়দা তুলতে পারেননি৷ তিনি একটি মাত্রই রান পান৷
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
পন্থকে আগেও জরিমানা করা হয়েছে
এর আগে  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি নো বলের সিদ্ধান্ত নিয়ে রেগেমেগে জ্বলে উঠেছিলেন৷ এমনকি বাড়াবাড়ি এমন জায়গায় পৌঁছয় যে তিনি দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতও দেন৷ এই বিবাদের জেরে শাস্তির কোপ বেশিটা পড়ে দলের তোট প্রবীণ আমরের ওপর৷ তাঁকে এক ম্যাচ নির্বাসিত থাকতে হয়৷ পাশাপাশি আর্থিক জরিমানায় পড়ে তাঁর কোটি টাকা ক্ষতি হয়ে যায়৷ সেই সময় দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সে সময় ৬ বলে ৩৬ রান দরকার ছিল৷ পাওয়েল তিনটি ছয় মেরেছিলেন৷ কিন্তু ওভারের তিন বলে ফুলটস বল ছিল৷ তাতে পন্থ সমেত গোটা দল বলটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন৷
advertisement
এই ম্যাচে এতটাই উত্তেজিত হয়েছিলেন তখন তাঁর বিরুদ্ধে ম্যাচ ফি-র একশ শতাংশই জরিমানা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দিন দিন ঝগড়ুটে হয়ে উঠছেন ঋষভ পন্থ, কেকেআর ম্যাচে ফের একবার, ভাইরাল ভিডিওতে প্রমাণ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement