Sara Tendulkar Boyfriend: কারোর সঙ্গে রাতের পার্টি, কারোর সঙ্গে গোয়া ট্রিপ, সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপ তুঙ্গে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শুভমান গিল না সিদ্ধার্থ কেরকার! আদৌ এঁদের কারোর সঙ্গেই কি প্রেম সারা তেন্ডুলকরের...
#কলকাতা: সারা তেন্ডুলকর (Sara Tendulkar) মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে৷ তাঁর রূপের ডালি দেখে চোখ ফেরাতে পারেন না তাঁর ফ্যানরা৷ সচিনের কন্যা শোনা যাচ্ছে এবার বলিউডেও পা রাখবেন৷ কিন্তু ইদানিং কি বয়ফ্রেন্ড বদল করলেন নাকি সারা তেন্ডুলকর? এই গসিপেই উত্তাল সোশ্যাল মিডিয়া৷ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সচিন তেন্ডুলকরের মেয়ের মাখোমাখো সম্পর্কের কথা জানেন সকলেই৷ Photo Courtesy- Instagram
advertisement
advertisement
তাঁর সঙ্গে সিদ্ধার্থ কেরকারের সম্পর্ক তৈরি হয়েছে? সারা তেন্ডুলকরের নিজের প্রোফাইলে কোনও বয়ফ্রেন্ডের সঙ্গেই কখনই ছবি শেয়ার হতে দেখা যায়নি৷ কিন্তু সিদ্ধার্থ কেরকার নিয়মিত তাঁর স্টোরিতে সারা-র সঙ্গে ছবি শেয়াক করে থাকেন৷ প্রথমবাক ২০২১ -র ১৭ নভেম্বর তাঁর নাম সকলের সামনে এসেছিল৷ যখন সারা তেন্ডুলকরের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল৷ Photo Courtesy- Instagram
advertisement
সম্প্রতি গোয়া ভেকশন থেকে একের পর এক স্টোরি আপডেট দিচ্ছিলেন সারা তেন্ডুলকর৷ কিন্তু তাঁর সঙ্গী কে তা নিয়ে ছিল জোর ধোঁয়াশা৷ এবার সেই গসিপ আরও আগুন লেগেছে কারণ সকলেই প্রথমে ধরে নিয়েছিলেন সঙ্গী শুভমান গিল৷ কিন্তু সারার সঙ্গে ছবি শেয়ার করে স্টোরিতে দিয়েছে সিদ্ধার্থ কেরকার৷ Photo Courtesy- Instagram
advertisement
তবে এই দুজনের সম্পর্ক নিয়ে গসিপ তৈরি হলেও দুপক্ষের কেউই এই নিয়ে কোনও মুখ খোলেননি৷ সম্পর্কটা শুধু ‘ভাল বন্ধু’ নাকি তার চেয়ে বেশি কিছু তা নিয়ে অন্ধকারে সকলেই৷ এদিকে গোয়ার ছুটির সময় গুজরাত টাইটান্সের শুভমান গিল একটি থরের সামনে সূর্যাস্তের সময় একার ছবি পোস্ট করেছিলেন৷ কিন্তু গসিপ এই সময় তাঁর সঙ্গিনী ছিলেন সচিন কন্যা সারা৷ Photo Courtesy- Instagram
advertisement
advertisement