Birbhum News: সূর্যের তাপে নাকাল জনতা, তৃণমূল জল-বাতাসা দিচ্ছে পথচলতি মানুষদের
- Published by:Debalina Datta
Last Updated:
বীরভূমের সিউড়ীতে জলছত্র তৃনমুলের উদ্যোগে
#বীরভূম: গরমে মানুষদের সুস্থ রাখতে সারা রাজ্য জুড়ে জল বাতাস বিলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গরম পরতেই তড়তড়িয়ে বাড়ছে তাপমাত্রা। রোজ একটু করে বাড়ছে পারদের অঙ্ক। সঙ্গে আবার বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া। তাই গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের৷ বাড়ির বাইরে পা দিলেই শরীর পুড়ে যাচ্ছে গরম বাতাসে। কিন্তু উপায় নেই নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হবে ঠিক সময়েই৷ তাই গরমের মধ্যেই রাস্তায় বেরোতে হচ্ছে মানুষদের৷ এমনকি বাচ্চাদেরও গরমে যেতে হচ্ছে স্কুল । তাই মানুষ গরম থেকে কিছুটা বাঁচতে গোটা মুখ চোখ ঢেকে বেরোচ্ছে রাস্তায়৷ শুধু তাই নয় শরীর ঠান্ডা রাখতে বার বার খাচ্ছে ঠান্ডা জল , লস্যি কিংবা আইসক্রিম৷ শরীর যাতে অসুস্থ না হয়ে যায় তাই বারেবারেই মাথায় ও মুখে জল দিচ্ছে মানুষ৷
এই কষ্টকর অবস্থা থেকে পথ চলতি সাধারণ মানুষদের কিছুটা বাঁচাতে সারা রাজ্য জুড়ে জল, ও আর এস , বাতাসা বিলি করছে তৃণমূল কগ্রেসের পক্ষ থেকে৷ সারা রাজ্যের বিভিন্ন মোড়ে মোড়ে বিলি করা হচ্ছে জলের বোতল , ও আর এস, বাতাসা ৷ এই কর্মসূচি টানা ৪ থেকে ৫ দিন ধরে চলবে৷
advertisement
সিউড়ি পুরসভার চেয়ারম্যান অঞ্জন কর বলেন,"বর্তমানে তড়তড়িয়ে বাড়ছে পারদের অঙ্ক । তাতে নাজেহাল সাধারণ মানুষ । তাপমাত্রার জেরে উপায় নেই বাড়ি থেকে বেরোনোর । কিন্তু কর্ম ব্যস্ত মানুষদের বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে। বর্তমানে যে দাবদাহ সেখান থেকেই সাধারণ মানুষদের সুস্থ রাখেতে সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি।
advertisement
রাজ্যের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা জলের বোতল , ও আর এস এবং বাতাসা বিলি করছি । তবে ৪ থেকে টানা ৫ দিন চলবে এই কর্মসূচি । " সিউড়ীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন, পাশাপাশি নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সূর্যের তাপে নাকাল জনতা, তৃণমূল জল-বাতাসা দিচ্ছে পথচলতি মানুষদের