‘গুজরাতে আছি, আমার খাবার তো পাব না, ’- মহম্মদ শামির ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রবি শাস্ত্রীর এক প্রশ্নের উত্তরে শামি এমন কিছু বলেছিলেন যে প্রাক্তন কোচকেও বোল্ড করে দিয়েছে৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
আহমেদাবাদ: বল হাতে বিপক্ষকে বাকরুদ্ধ তিনি করেই থাকেন তাবলে প্রেজেন্টেশন সেরিমনিতে এমন কথা বলে দিলেন যে রবি শাস্ত্রীর মুখে একেবারে ফুলস্টপ পড়ে গেল৷ টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি আইপিএল ২০২৩-এ দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছেন। বিশেষ করে নতুন বলে পাওয়ার প্লেতে ,দুর্দান্ত বোলিং করে তিনি গুজরাট টাইটান্সকে অনেক বড় জয় এনে দিয়েছেন। গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও শামির বোলিং জ্বলওয়া দেখা গেছে৷
প্রথম ৬ ওভারেই ২ থেকে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে দুর্বল করতে সাহায্য করে চলেছেন মহম্মদ শামি।
আরও দেখুন
advertisement
সোমবার, ১৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাওয়ার প্লেতে আরও একবার দুর্দান্ত খেলা দেখাচ্ছেন তিনি৷ আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত শামির ২৩ উইকেটের মধ্যে ১৫ টি-ই এসেছে পাওয়ার প্লে থেকে। শামি বর্তমানে ২৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৪ রানের জয়ের পর ম্যাচের পরের কথোপকথনে রবি শাস্ত্রীর এক প্রশ্নের উত্তরে শামি এমন কিছু বলেছিলেন যে প্রাক্তন কোচকেও বোল্ড করে দিয়েছে৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
advertisement
পোস্ট ম্যাচ সাক্ষাৎকারের সময় রবি শাস্ত্রী তাঁর সাফল্যের পিছনে তাঁর ডায়েটের অবদান নিয়ে প্রশ্ন করেন৷ রবি শাস্ত্রী মহম্মদ শামিকে বলেছিলেন যে তিনি এখন আগের চেয়ে শামিকে শক্তিশালী এবং ফিট দেখাচ্ছে। প্রায় দেড় মাস ধরে আইপিএলের গরমে খেলেও তিনি দ্রুত এবং শক্তি নিয়ে দৌড়াচ্ছেন। এই আইপিএল ২০২৩-এ তার সাফল্যের পিছনে রহস্য কী?
advertisement
রবি শাস্ত্রীর এই প্রশ্নের উত্তরে মহম্মদ শামি বলেন, “আমি গুজরাতে আছি, এখানে তো আমার খাবার পাব না।’’ এই কথা শুনে শাস্ত্রীর মুখে আর কথা আসেনি কিন্তু শেষে শামি নিজেই বলে দেন, ‘‘কিন্তু আমি গুজরাতি খাবার উপভোগ করছি।’’ মহম্মদ শামির এই উত্তর শুনে হাসি থামাতে পারেননি রবি শাস্ত্রীও। মহম্মদ শামির এই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 3:34 PM IST