Viral News: পুষ্পার শ্রীবল্লি গানের তালে এবার বিরাট, মাঠেই নাচলেন, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচ৷
#আহমেদবাদ: ভারত বুধবার ওয়েস্টইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৪ রানে জয় পেয়ে সিরিজ ২-০ এগিয়ে গেছে৷ আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়া নিজের বোলারদের দমে ২৩৭ রানের ছোট স্কোর দারুণ সাফল্যের সঙ্গে রক্ষা করতে পারলেন৷ ভারতীয় বোলাররা ওয়েস্টইন্ডিজ মাত্র ১৯৩ রানের স্কোরে অলআউট হয়ে যায়৷ তবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য একটু লড়াই করতে হয়৷ এই ম্যাচে সুপার ভাইরাল (Viral News) হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)৷ কারণ যে সে কাজ নয়, একে তো মহা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে জয়ের রাস্তায় এনে দেন আর তার সঙ্গে উইকেট নেওয়ার সেলিব্রেশন হিসেবে ভাইরাল নাচ (Viral Video) শ্রীবল্লী-র (Srivalli Song) ছন্দে সেলিব্রেট করেন৷
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় একদিনের ম্যাচে একসময় ওয়েস্টইন্ডিজের রান ছিল ৭৬৷ আর উইকেট হারিয়েছিল ৫ উইকেট৷ ভারতীয় দল এই ম্যাচ সহজ জিতে যাবে কিন্তু এরপর ওডিন স্মিথ, শমার ব্রুকস, অকিল হুসেনের জুটিতে দলকে আস্তে আস্তে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিল৷ এরপর বিরাট কোহলির (Virat Kohli) এক কঠিন ক্যাচ আবার ভারতীয় দলক ম্যাচে ফেরায়৷
advertisement
আরও পড়ুন -Viral News: ব্রেস্টফিডিংয়ের ছবি কেন দেন সোশ্যাল মিডিয়ায়, খোলাখুলি জানালেন বলি অভিনেত্রী
advertisement
আসলে কাইরন পোলার্ডের জায়গায় ম্যাচে শামিল হওয়া ওডিন স্মিথ দ্রুত রান তুলছিলেন৷ তিনি ২০ বলে ২ টি ছক্কার এবং একটি চারের সাহায্যে ২৪ রান করে ফেলেন৷ এরমধ্যে ৪৫ ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে হাওয়ায় শট খেলেন৷ কিন্তু বল ব্যাটে সঠিকভাবে লাগেনি৷ মিডউইকেটের দিকে হাওয়ায় থাকা বল অনেকটা উঁচুতে উঠে যায়৷ এই বল প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হাওয়ায় থাকা ওই মুশকিল ক্যাচ কোনও ভুল না করে ধরে নেন৷ ক্যাচ ধরার সময় তার মাথা মাটিতে ঠুকেও যায়৷ কিন্তু হাত থেকে ক্যাচ ফেলেননি বিরাট কোহলি (Virat Kohli)৷
advertisement
ওডিন স্মিথকে আউট করার পর বিরাট দারুণ খুশি হয়ে যান৷ আর নাচ করতে শুরু করেন বিরাট কোহলি (Virat Kohli)৷ আর সেটা যে কোনও নাচ নয়৷ সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচছেন৷
VIRAT KOHLI'S REACTION AFTER TAKING A TERRIFIC CATCH OF ODEAN SMITH.#ViratKohli #indvswi #virat #KingKohli pic.twitter.com/lGOEAid4zp
— CRICKET (@cric8addictyash) February 9, 2022
advertisement
সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচ বিরাট কোহলির (Virat Kohli)৷ দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)৷
तेरी झलक अशरफी श्री वल्ली नैना मदक बर्फी 🕺#ViratKohli #Pushpa #Kohli #Srivalli #INDvWI pic.twitter.com/AfzB4fbgzF
— VIRAT KOHLI GIFS™ (@GifsVirat) February 9, 2022
advertisement
সুপারহিট ছবি পুষ্পার (Pushpa) সুপারহিট শ্রীবল্লি (Srivalli Songs) গানের ছন্দে আল্লু অর্জুনের তালে তালে নাচ
নেটিজেনরা যখন সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করছেন৷ তখন বিসিসিআই নিজের অফিসিয়াল হ্যান্ডেলে প্রাক্তন অধিনায়কের ক্যাচ ধরার ছবি শেয়ার করেছে৷
advertisement
Keeps his calm 😎 Keeps his eyes on the ball 👍 Completes the catch despite a tumble 👌 Watch how @imVkohli put in a fantastic fielding effort to dismiss Odean Smith. 🎥 🔽 #TeamIndia #INDvWI @Paytm
— BCCI (@BCCI) February 9, 2022
advertisement
স্মিথের ক্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের সময়৷ ওয়েস্টইন্ডিজের তিনিই শেষ আশা ছিলেন৷ তাঁর আউট হওয়ার পরে ক্যারিবিয়ান দল ৪৬ ওভারে অলআউট হয়ে যায়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 3:52 PM IST