প্রতিদ্বন্দ্বীকে প্রণাম করেই ময়দানে হিরণ,'ব্যবহার'ই তাঁকে এগিয়ে রাখছে ভোটের লড়াইতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ব্যবহারে আগেও রেল শহরের মন জিতেছেন হিরণ, এবারের যুদ্ধ সহজ না হলেও এই 'ব্যবহার'ই তাঁকে কিছুটা এগিয়ে রাখছে নিঃসন্দেহে!
#খড়্গপুর: রোমান্টিক হিরো হিসাবেই টলিউডে পরিচিত ছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। প্রথম সাফল্য 'ভালোবাসা ভালোবাসা' সিনেমায়। তারপর, কিছু 'অ্যাকশন' সিনেমা করলেও, হিরণের স্বভাবসুলভ মিষ্টি ব্যবহার আর হাসি তাঁর উপর 'অ্যাকশন হিরো' নয়, 'রোমান্টিক হিরো'র তকমাই ফেলে দিয়েছে। সেই তকমা নিয়েই রাজনীতির ময়দানে নেমেছিলেন হিরণ। মন জয় করেছিলেন খড়্গপুরবাসীর। এবার ফের নতুন যুদ্ধে অবতীর্ণ! সুদূর কলকাতা থেকে খড়্গপুরের নাগরিক হয়ে, একেবারে নিজের ওয়ার্ডের (৩৩ নং) কাউন্সিলর হওয়ার যুদ্ধে নেমে পড়েছেন। আর, সেই স্বভাবসুলভ ব্যবহার বজায় রেখেই, তাঁর প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জহর পাল-কে প্রণাম জানিয়েই যুদ্ধ শুরু করলেন হিরণ। ব্যবহারে আগেও রেল শহরের মন জিতেছেন হিরণ, এবারের যুদ্ধ সহজ না হলেও এই 'ব্যবহার'ই তাঁকে কিছুটা এগিয়ে রাখছে নিঃসন্দেহে!
এদিকে, গায়ে হাত রেখে 'ভালোবাসা' ছড়িয়ে দিলেও, আশীর্বাদ দেওয়ার দায়িত্ব জহর ছাড়লেন জনগণের উপরই! বিজ্ঞ নেতা বললেন, "সৃষ্টিকর্তা সব ঠিক করে রেখেছে। বিধান ঠিক হয়েই আছে, শুধু ফল প্রকাশের অপেক্ষা মাত্র! আমার আশীর্বাদ না অভিশাপে কিছু এসে যাবে না, এই যুদ্ধে জনগণের আশীর্বাদই সব।" এও জানিয়েছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা মনে করেন, মানুষের আশীর্বাদ-ই সব।" এই ওয়ার্ডের অপ্রতিদ্বন্দ্বী জহর ঠারেঠোরে বোঝাতে চাইলেন, ইতিমধ্যে যা উন্নয়নমূলক কাজ হয়েছে, তার উপরই নির্ভর করে জনগণ ভোট দেবে। যদিও, এই ওয়ার্ডের লড়াই সহজ হবে না জহরের পক্ষে। হিরণ নিজে বিধায়ক এবং কাজের মানুষ হিসেবে জনপ্রিয় হয়েছেন রেল শহরে। আছেন বামেদের তরুণ তুর্কি 'রেড ভলান্টিয়ার' নেতা মিঠুন দে এবং আমরা বামপন্থীদের নেতা মনোজ ধরও। কাজেই, শেষ লড়াইয়ে কে জেতেন, তা সত্যিই নির্ভর করছে জনতা জনার্দনের উপরই!
advertisement
Shankar Rai
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিদ্বন্দ্বীকে প্রণাম করেই ময়দানে হিরণ,'ব্যবহার'ই তাঁকে এগিয়ে রাখছে ভোটের লড়াইতে