Viral Video: একী কাণ্ড...! টিম ইন্ডিয়ার 'প্যারেড' দেখতে এ কী করলেন ফ্যান? নেটপাড়া কাঁপাচ্ছে ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক আশ্চর্য দৃশ্য। টিম ইন্ডিয়ার বিজয় র্যালি দেখতে রীতিমতো গাছে চড়ে বসেন ফ্যানরা। নেটপাড়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয় সেই ছবি ও ভিডিও।
ভাইরাল ভিডিও: টি-২০ বিশ্বকাপ জয়ী দল দেশে পৌঁছতেই সারা দেশের লাইমলাইটের সবটুকু আলো যেন টেনে নিয়েছে চুম্বকের মতো। রোহিত-বুমরাদের একঝলক দেখতে হুড খোলা বাসের কাছাকাছি পৌঁছতে পাগল প্রাণ হাল অনুরাগীদের। এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হলেও ঐতিহাসিক র্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। আরব সাগর তীরে যেন নেমে এসেছিল জনসুনামি।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুম্বইয়ের মেরিন ড্রাইভ চত্বরে অগুণতি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রিয় তারকাদের এক ঝলক দেখতে। ওয়াংখেড়ে স্টেডিয়াম পৌঁছনোর পথে ট্রফির এক ঝলক দেখার জন্য ক্রিকেট অনুরাগীরা যেন কোনও কসুর করছিলেন না। জনপ্লাবনে এমন অবস্থা হয় যে এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক আশ্চর্য দৃশ্য। টিম ইন্ডিয়ার বিজয় র্যালি দেখতে রীতিমতো গাছে চড়ে বসেন ফ্যানরা। নেটপাড়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয় সেই ছবি ও ভিডিও। দেখা যায় গাছের ডালে চড়ে ক্যামেরার ফ্ল্যাশ অন করে ছবি তুলছিলেন অনুরাগী।
VIDEO | Fans climb trees to catch a glimpse of Team India during its victory parade at Marine Drive in Mumbai. pic.twitter.com/23nKaYky39
— Press Trust of India (@PTI_News) July 4, 2024
advertisement
এদিন ভারতীয় ক্রিকেটারদের বিমান বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বই বিমান বন্দরে ছিল বিশেষ ব্যবস্থাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 10:30 PM IST