Mauni Amavasya Astro Tips: আজ মৌনী অমাবস্যা! তুলসীপাতা দিয়ে ছোট্ট কাজেই কাটবে অভাব! টাকা ও সুখ-সমৃদ্ধিতে ভরে থাকবে জীবন-সংসার!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mauni Amavasya Astro Tips:প্রতি গুরুত্বপূর্ণ তিথির মতো মৌনী অমাবস্যাতেও পালনীয় কিছু আচার আচরণ ও আহারবিধি আছে৷ এই তিথিতে কিছু জ্যোতিষ টোটকাও আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসার ও পরিবারে সুখ শান্তি আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
মৌনী অমাবস্যার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করুন তুলসীতলায়৷ এই তিথিতে তুলসীপাতা গঙ্গাজলে ভিজিয়ে সেই জল ছড়িয়ে দিন বাড়ির সর্বত্র৷ দূর হবে অশুভ প্রভাব৷ তুলসীমঞ্জরী ছোট পুঁটুলিতে রাখুন ঘরের কোণে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)











