সিঙ্গুরে আজ জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ছিলেন রাজ্যের দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। সিঙ্গুরের মঞ্চ থেকে মোদি এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন। সেই সঙ্গে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি প্যাসেঞ্জার ট্রেনেরও উদ্বোধন করেন। এদিন মোদি বলেন, “বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ জরুরি। সেই কাজ কেন্দ্রীয় সরকার করে চলেছে। বিকাশের জন্য আজ একাধিক প্রকল্পের শিলান্যাস করলাম, উদ্বোধন করলাম। গতকাল দেশের প্রথম বন্দেভারত স্লিপার বাংলা থেকে চালু হল। আজ একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু করলাম। তার মধ্যে একটা ট্রেন আমার সংসদীয় এলাকা বারাণসীকে জুড়ছে”।
Last Updated: Jan 18, 2026, 21:07 IST


