Business Ideas: কর্পোরেট চাকরি ছেড়ে ব্যবসা, জমান এই দম্পতি! ২৫-৩০ হাজার টাকায় শুরু, মাস যেতেই বিরাট লক্ষ্মীলাভ দম্পতির! পথ দেখাচ্ছেন অন্যদের। আরও বেশি সাফল্য পেতে কী করতে চলেছেন তাঁরা? অন্যদেরই বা কী পরামর্শ দিচ্ছেন? কী ভাবে ব্যবসার বুদ্ধি? কী ভাবে কর্পোরেটের স্থায়ী চাকরিকে টাটা বলে চ্যালেঞ্জের মুখে এগোনো? সব বলে দিলেন এই ভিডিওতে। শুনে নিন দম্পতির ব্যবসার সাফল্যের চূড়োয় যাওয়ার গল্প।
Last Updated: Jan 18, 2026, 20:51 IST


