১০ রাউন্ডের লড়াই শেষে জয় বিজেন্দরের !
Last Updated:
নক আউট হল না আগের টানা ছ’টা বাউটের মতো। তাতেও পেশাদার কেরিয়ারের সবচেয়ে বড় লড়াইটা জিতলেন বিজেন্দর সিং।
# নয়াদিল্লি: প্রো বক্সিংয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন বিজেন্দর সিং ৷ দেশের মাটিতেও এবার পেশাদার বক্সিংয়ে কামাল করলেন তিনি ৷ জয়টা সহজ না হলেও পেশাদার কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে বড় লড়াইটা জিতলেন বিজেন্দর সিং। অভিজ্ঞ অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী কেরি হোপকে হারিয়ে ডব্লিউবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নের বেল্ট পেলেন দেশের একমাত্র প্রো বক্সার ৷ ১০ রাউন্ডের ম্যাচে বিজেন্দরের পক্ষে ফল ৯৮-৯২, ৯৮-৯২, ১০০-৯০।
ম্যাচের পর স্বভাবতই উচ্ছ্বসিত বিজেন্দর ৷ আবেগ ঝরে পড়ে তাঁর গলায় ৷ বিজেন্দর জানান, ‘‘ ১০ রাউন্ড পর্যন্ত যে লড়তে হবে ভাবিনি ৷ অনেক সময় পর দেশের মাটিতে লড়তে নেমে দারুণ লাগছে ৷ এই জয় আমার দেশের জয় ৷ এই একটা ম্যাচ জিততে প্রচুর পরিশ্রম করেছি ৷ পথ চলা সবে শুরু হয়েছে ৷ এখনও অনেক কিছু করতে হবে ৷’’
advertisement
দিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে এ দিন বিজেন্দরকে উৎসাহ দিতে দর্শকাসনে উপস্থিত ছিলেন বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকারা ৷ ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী এবং রণবীর হুডা, নেহা ধুপিয়াদের মতো বলিউড তারকারাও । ম্যাচ শেষ বিজেন্দরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা ৷
advertisement
Many congratulations #VijenderSingh ,Thok Daala Tau ! Australia ka Hope fuss in front of our Tope @boxervijender pic.twitter.com/fZ3rNa4aE6
— Virender Sehwag (@virendersehwag) July 16, 2016
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2016 12:58 PM IST

