Vaibhav Suryavanshi: শুধু বিধ্বংসী ব্যাটিং নয়, মাঠে এবার এমন কান্ড ঘটালেন বৈভব সূর্যবংশী, ভিডিও ভাইরাল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: বিহার ও মেঘালয়ের মধ্যকার ম্যাচে তরুণ ব্যাটার বৈভব সুর্যবংশী নিজের ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে আচরণের কারণেও আলোচনায় উঠে এসেছেন।
রনজি ট্রফি ২০২৫-২৬-এ পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে বিহার ও মেঘালয়ের মধ্যকার ম্যাচে তরুণ ব্যাটার বৈভব সুর্যবংশী নিজের ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে আচরণের কারণেও আলোচনায় উঠে এসেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বৈভব প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন। যদিও ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত নয়, তবে ঘটনাটি ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, মেঘালয়ের উইকেটকিপার ও কয়েকজন বোলারের সঙ্গে বৈভবের তীব্র বাকবিতণ্ডা হয়। আম্পায়াররা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সতীর্থ ব্যাটারের বোঝানোর পর বৈভব ক্রিজে ফিরে আসেন। এই ঘটনার পর অনেকে তাঁর আক্রমণাত্মক মনোভাবকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন। কোহলির মতোই বৈভবও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে ভয় পান না, যা অনেকের মতে আধুনিক ভারতীয় ক্রিকেটের মানসিক শক্তির প্রতিফলন।
advertisement
তবে বিতর্কের পাশাপাশি বৈভব সুর্যবংশী ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন। মেঘালয়ের বিপক্ষে তিনি ৯৩ রানের অসাধারণ ইনিংস উপহার দেন, যা তাঁর প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি হতে পারত। তাঁর ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছয়। মাত্র ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি বিহারের ইনিংসকে গতি দেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়।
advertisement
advertisement
advertisement
প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে গেলেও মেঘালয় ৪০৮/৭ রানে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। জবাবে বিহার ১৫৬/৪-এ ইনিংস শেষ করে, এবং ম্যাচটি ড্র হয়। যদিও সেঞ্চুরি মিস করেছেন বৈভব, তবু তাঁর ইনিংস ও আক্রমণাত্মক মনোভাব ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছে। তরুণ এই ব্যাটার ভবিষ্যতে ভারতের ক্রিকেটে বড় ভূমিকা রাখবেন বলে অনেকে আশা করছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 1:30 PM IST

