• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ঠিক যেন বনশালির দেবদাস ! ‘কলঙ্ক’-এর নতুন গানে ফের মাধুরী ম্যাজিক

ঠিক যেন বনশালির দেবদাস ! ‘কলঙ্ক’-এর নতুন গানে ফের মাধুরী ম্যাজিক

 • Share this:

  #মুম্বই: প্রযোজক করণ জোহরের ‘কলঙ্ক’ নিয়ে বলিউডে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা কৌতুহল ৷ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবির মেকিং নিয়ে গোটা বলিউড উচ্ছ্বসিত ৷ গোটা সিনেমহলে অনেকেই মনে করছেন, অন্তত ছবির লুকে সঞ্জয়লীলা বনশালিকে চ্যালেঞ্জ জানানোর মতো ছবি হতে চলেছে কলঙ্ক ৷ আর তারই ইঙ্গিত মিলল ‘কলঙ্ক’ ছবির নতুন গান ‘তবাহ হো গয়ে’তে ৷ যা কিনা উসকে দিল দেবদাসের স্মৃতি ৷

  তবে সে স্মৃতির সঙ্গে ফ্যানেরা ফের দেখতে পেলেন মাধুরী ম্যাজিক ৷ তিনি এখনও যে বলিউডের সেরা ডান্সার, তা যেন ফের প্রমাণ করলেন ‘কলঙ্ক’-এর এই গানে ৷

  করণের ‘কলঙ্ক’ ছবি নিয়ে আগে থেকেই কৌতুহল ছিল গোটা বলিউডের ৷ একে তো এই ছবি মাল্টিস্টারার, তার ওপর পিরিয়ড ড্রামা ৷ ঠিক কীরকম লুক হবে ‘কলঙ্ক’-এর তা নিয়ে অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন ৷ তবে করণ জোহর হতাশ করেননি তাঁদের ৷ ইনস্টাগ্রামে সম্প্রতি প্রকাশ করেছেন এই ছবির ফার্স্টলুক ৷ আর এই ফার্স্টলুকেই বাজিমাত করেছে কলঙ্ক!

  মুক্তি পেয়েছে এই ছবির টিজারও ৷ টিজারেই রীতিমতো চমকে দিয়েছেন করণ জোহরের কলঙ্ক ! আর এবার মুক্তি পেল এই ছবির প্রথম গান ‘ঘর মোরে পরদেশিয়া’ ৷ এই গানেই প্রকাশ পেল মাধুরী ও আলিয়ার কেমেস্ট্রি ৷ এই গানে রীতিমতো যেন নাচের লড়াইয়ে নেমে পড়লেন এই দুই অভিনেত্রী ৷

  করণ জোহর মানেই বড় ক্যানভাস ৷ দারুণ আর্ট এফেক্টস ৷ একেবারে মেলোড্রামা ঠাসা ৷ সঙ্গে থিয়েটারের লুক ৷ এই সবই রয়েছে কলঙ্ক ৷ তাঁর আভাস মিলল টিজারেই ৷ সঙ্গে ইঙ্গিত দুর্দান্ত এক প্রেমের গল্প ! অতিনাটকীয় ৷

  কলঙ্ক ছবির টিজারে চমকে দিলেন বরুণ ধাওয়ান ৷ নতুন লুকে একেবারে তাক লাগালেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত ও আলিয়া ভাট ৷ নজর কেড়েছেন আদিত্য রায় কাপুর ও সোনাক্ষি সিনহা৷ দারুণ আবহ-সঙ্গীতে কলঙ্ক টিজার বলিউডের মাস্টারপিস হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলল ৷ ছবির প্রযোজনার দায়িত্ব অবশ্য সামলেছেন করণ জোহর ৷ ছবিটি পরিচালনা করছেন অভিষেক বর্মন !

  First published: