হোম /খবর /দেশ /
'গর্বিত দেশ!' অলিম্পিক্সে পুরুষ হকি দলের জয়ে উচ্ছ্বসিত রাহুল গান্ধি

Hockey Bronze Medal Match | Tokyo Olympics 2020: 'গর্বিত দেশ!' অলিম্পিক্সে পুরুষ হকি দলের জয়ে উচ্ছ্বসিত রাহুল গান্ধি

Tokyo Olympics 2021 India Men's Hockey bronze win

Tokyo Olympics 2021 India Men's Hockey bronze win

অলিম্পিক্সে পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়ে (India Men's Hockey bronze) অভিনন্দন জানালেন রাহুল গান্ধি (Rahul Gandhi)

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধি৷ টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দলের ব্রোঞ্জ (India Men Hockey bronze win) জয়ে উচ্ছ্বসিত কংগ্রেস নেতা৷ টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) ভারতীয় পুরুষ হকি দলের জয়৷ জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল তাঁরা৷ ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন মনপ্রীত সিংরা৷ জার্মানিকে ৫-৪ হারিয়ে দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে এসেছে পুরুষ হকি দল৷ নিঃসন্দেহে এটা গর্বের সময় দেশের জন্য৷ হকি দলের ভূয়সী প্রসংশা করেন রাহুল৷ তিনি লেখেন এটা খুবই গর্বের সময় দেশের জন্য৷ ট্যুইটে তিনি লেখেন যে, এটা গোটা দেশের জন্য গর্বের সময়৷ এই জয় যুক্তিযুক্ত৷

আরও পড়ুন Tokyo Olympics 2020: 'ঐতিহাসিক দিন,' পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করল। দল ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করে তারা। ১৯৮০ সালের পর হকি দল পদক জিতেছিল। সামগ্রিক অলিম্পিক্সের ইতিহাসে হকিতে এটি ভারতের ১২তম পদক। ম্যাচের এক পর্যায়ে ভারতীয় দল ১-৩ পিছিয়ে ছিল। এর পরে, দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচটি জিতে নেয় খেলোয়াড়রা। মহিলা হকি দলও পদকের দৌড়ে রয়েছে। শুক্রবার গ্রেট বৃটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচ খেলবে মেয়েরা৷

ম্যাচে এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং ৷ গোল পেলেন হরমনপ্রীত, হার্দিক সিং এবং রুপিন্দরও ৷ ম্যাচে লড়াই হল একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত ৷ খেলা শেষ হওয়ার একেবারে শেষমুহূর্তে একটি পেনাল্টি কর্নার পায় জার্মানি ৷ ওখানে গোল হয়ে গেলেই বিপদ বাড়ত ৷ কিন্তু শেষপর্যন্ত গোল বাঁচিয়ে নিতে সফল ভারত ৷

Published by:Pooja Basu
First published:

Tags: India Men Hockey, Tokyo Olympics 2021