#টোকিও: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতীয় পুরুষ হকি দলের জয়৷ জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল তাঁরা (( India Men's Hockey team bronze win in Tokyo Olympics) ৷ ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন মনপ্রীত সিংরা৷ জার্মানিকে ৫-৪ হারিয়ে দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে এসেছে পুরুষ হকি দল৷ নিঃসন্দেহে এটা গর্বের সময় দেশের জন্য৷ এই দিনটিকে ঐতিহাসিক দিন বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ট্যুইট করলেন, ঐতিহাতিক, এই দিনটি ভারতীয় মনে থেকে যাবে চিরকাল৷ পুরুষ হকি দলকে অভিনন্দন৷ তাঁরা ঘরে নিয়ে এল ব্রোঞ্জ পদক৷ এই জয়ের মধ্যে দিয়ে তাঁরা গোটা দেশ, বিষেশত যুবদের আরও অনুপ্ররণা জোগাবে৷ দেশ হকি দলকে নিয়ে গর্বিত৷ এইভাবেই ট্যুইট করে পুরুষ হকি দলের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Historic! A day that will be etched in the memory of every Indian.
— Narendra Modi (@narendramodi) August 5, 2021
Congratulations to our Men’s Hockey Team for bringing home the Bronze. With this feat, they have captured the imagination of the entire nation, especially our youth. India is proud of our Hockey team.
A HISTORIC COMEBACK! #IND men’s #hockey team came back 3-3 in the first-half against #GER and took the lead in the final 30 minutes to win the match 5-4 and the #bronze medal #Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether pic.twitter.com/acZHNxR5Py
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।