নীল রঙ মুছে গেল! সেই দিন আর নেই, ভারতের বিশ্বকাপ জার্সি ঘিরে আবার বিতর্ক!

Last Updated:

Team India T20 World Cup 2024 jersey: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের জার্সি লঞ্চ করেছে অ্যাডিডাস। নতুন জার্সির ভি-আকৃতির গলায। তাতে তেরঙার স্ট্রাইপ। হাতে অ্যাডিডাসের তিনটি জাফরান রঙের স্ট্রাইপ রয়েছে।

মুম্বই: আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের পরই শুরু হবে টি-টোয়েন্টির এই সবচেয়ে বড় টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা এবার যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে।
ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ১৫ জন ক্রিকেটারের একটি স্কোয়াড বেছে নিয়েছে, যার মধ্যে কিছু চমকে দেওয়ার মতো নাম রয়েছে। রিঙ্কু সিংকে রিজার্ভে রাখা হয়েছে। তিনি ক্রমাগত ভাল পারফর্ম করছেন আইপিএল। তবু রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে জায়গা পাননি তিনি। অন্যদিকে শুভমান গিল এবং রবি বিষ্ণোইও বাদ পড়েছেন।
আরও পড়ুন- সন্ধ্যার পর মধ্যরাতেও কলকাতায় নামতে পারল না কেকেআরের বিমান, কোথায় গেল গোটা দল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের জার্সি লঞ্চ করেছে অ্যাডিডাস। নতুন জার্সির ভি-আকৃতির গলায। তাতে তেরঙার স্ট্রাইপ। হাতে অ্যাডিডাসের তিনটি জাফরান রঙের স্ট্রাইপ রয়েছে।
advertisement
advertisement
জার্সির সামনে এবং পিছনের অংশগুলি নীল রঙের। এর পাশাপাশি, জার্সির পাশে একটি জাফরান রঙের ফিতেও রয়েছে। জার্সি লঞ্চ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় এটির ছবি ফাঁস হয়ে যায়।
প্রতিটি আইসিসি ইভেন্টের আগে যে কোনও দলের নতুন জার্সি লঞ্চ করা হয়। ক্রিকেটভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতের অফিসিয়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি দেখার জন্য।
advertisement
অ্যাডিডাস এবার বিসিসিআই-এর কিট স্পনসর। তারা ওডিআই এবং টি-টোয়েন্টির জন্য বিভিন্ন জার্সি তৈরি করে। ওডিআই জার্সিতে কলার রয়েছে। তবে টি-টোয়েন্টি জার্সিতে কলার নেই।
advertisement
আরও পড়ুন- কেকেআর কি Playoffs 2024 এ ফিল সল্টকে খেলাতে পারবে, বোর্ডের বড় সিদ্ধান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ভারতীয় দল। এই গ্রুপে রয়েছে আমেরিকা, কানাডা ও আয়ারল্যান্ড। ৫ জুন ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
এর পর ৯ জুন দুর্দান্ত ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এর পর ১২ জুন ভারত-আমেরিকা এবং ১৫ জুন ভারতীয় দল কানাডার মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুন। ফাইনাল ২৯ জুন।
বাংলা খবর/ খবর/খেলা/
নীল রঙ মুছে গেল! সেই দিন আর নেই, ভারতের বিশ্বকাপ জার্সি ঘিরে আবার বিতর্ক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement