KKR Team News: কেকেআর কি Playoffs 2024 এ ফিল সল্টকে খেলাতে পারবে, বোর্ডের বড় সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Team News: এই মুহূর্তে আইপিএল পয়েন্ট টেবলের ১ ও ২ নম্বরে থাকা দুটি দল কেকেআর ও রাজস্থান রয়্যালস৷ তাদের দুই টপ পারফর্মিং প্লেয়ারই ইংল্যান্ড দলের৷
advertisement
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই- এই মুহূর্তে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবি-র সঙ্গে৷ আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও দল নির্বাচন হয়ে গেছে৷ তাই বহু বিদেশি ক্রিকেটারই আইপিএল পুরো না খেলেই নিজেদের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন৷ কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ইংলিশ ক্রিকেটারদের প্লে অফ পর্বে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
advertisement
advertisement
advertisement
ইংল্যান্ড বনাম পাকিস্তান T20I সিরিজ এবং আইপিএল ২০২৪-র প্লে অফের সময় একই সঙ্গে। আইপিএল ২০২৪-র নকআউট ২১ মে শুরু হবে৷ পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা এর ঠিক একদিন পরে। সেক্ষেত্রে, যদি ইংলিশ খেলোয়াড়রা জাতীয় দায়িত্ব পালনের জন্য দেশে ফিরে যান তবে তারা সম্ভবত এক সপ্তাহ আগেই চলে যাবেন৷ Photo -AP
advertisement
আর ইংলিশ ক্রিকেটাররা দেশে ফিরে গেল যে দুই ফ্রাঞ্চাইজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা হল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইটস রাইডার্স। কেকেআর জার্সিতে ফিল সল্ট এবং রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার এই মরশুমের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন৷ যা তাঁদের নিজের নিজের ফ্রাঞ্চাইজি দলের জয়ের বড় ভূমিকা রেখেছে৷ Photo- AP
advertisement
advertisement