KKR News: সন্ধ্যার পর মধ্যরাতেও কলকাতায় নামতে পারল না কেকেআরের বিমান, কোথায় গেল গোটা দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders chartered plane could not land in Kolkata due to inclement weather: সোমবারের বৃষ্টিতে সাধারণ মানুষ স্বস্তি পেলেও তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্সের জন্য তা হয়ে দাঁড়াল অস্বস্তির।
কলকাতা: গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল বঙ্গবাসীর। বিগত বেশ কয়েক দিনের দহন জ্বালা সহ্য করার পর অবশেষে সোমবার সন্ধ্যা থেকে আসে স্বস্তির বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় দমকা হাওয়া ও বজ্রবজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিতে সাধারণ মানুষ স্বস্তি পেলেও তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্সের জন্য।
সোমবারই লখনউ ম্যাচ জিতে কলকাতায় ফিরছিল কেকেআর। কিন্তু সন্ধ্যা কলকাতার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিপদে পড়ে নাইটরা। আবহাওয়া এতটাই প্রতিকুল ছিল যে কলকাতায় নামতেই পারল না কেকেআরের চার্টার্ড বিমান। লখনউ থেকে চার্টার্ড বিমানে বিকেল ৫.৪৫ নাগাদ রওনা দিয়েছিল কেকেআর দল। কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল সন্ধ্যা ৭.২৫-এ। কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিছুতেই কলকাতায় নামতে পারেনি বিমান। কলকাতায় নামতে না পেরে গুয়াহাটি চলে যায় কেকেআরের বিমান।
advertisement
পরে রাতের দিকে জানা যায় কলকাতায় বিমান অবতরনের অনুমতি পাওয়া গিয়েছে। রাত একটার পর কলকাতায় নামার ফের চেষ্টা করে কেকেআরের বিমান। কিন্তু আবহাওয়ার কারণে সেই চেষ্টা ফের ব্যর্থ হয়। দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর বিমান নিয়ে যাওয়া হয় বারণসীতে। প্রতি মুহূর্তের আপডেট কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়।
advertisement
Update: Ground clearance received for take off from Guwahati. See you soon, Kolkata 👋🌧️https://t.co/KKAQ8NLrmn
— KolkataKnightRiders (@KKRiders) May 6, 2024
advertisement
Update at 1:20 AM: Flight diverted to Varanasi after another failed attempt at landing in Kolkata due to bad weather. Current status: At the Lal Bahadur Shastri International airport tarmac
— KolkataKnightRiders (@KKRiders) May 6, 2024
advertisement
শেষ পাওয়াট আপডেট অনুযায়ী বারাণসীতেই একটি হোটেলে চেকইন করেছে কেকেআর। মঙ্গলবার দিনভর সেখানেই থাকবে গোটা দল। বিকেলের দিকে বারাণসী থেকে কলকাতায় ফেরার কথা কেকেআরের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 10:00 AM IST