Mother's Day: ছবির ছোট্ট ছেলেটি এখন ভারতীয় দলের তারকা, কে বলুন তো? মাদার্স ডে-র এই পোস্ট কার?

Last Updated:

Mother's Day: ভাইরাল হওয়া ছবিটি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। মাদার্স ডে-র (Mothers Day) উপলক্ষে কোহলি কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি অনুষ্কা শর্মাকেও ট্যাগ করেছেন।

News18
News18
নয়াদিল্লি: ১১ মে ‘মাদার্স ডে’। সবাই তাঁদের মায়ের প্রতি ভালবাসা জাহির করছেন। এই তালিকায় কিছু বড় ব্যক্তিত্বও রয়েছেন। ক্রিকেট জগত থেকেও কিছু অদেখা ফটো দেখা গেছে, যেখানে ভারতের এক তারকা ক্রিকেটারের ছোটবেলার ফটো ভাইরাল হয়েছে। এই ফটোতে তিনি তাঁর মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন। মডার্ন ক্রিকেটের কিং-এর এই ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। ভক্তরা এই ছবি দেখে মুগ্ধ হচ্ছেন।
ভাইরাল হওয়া ছবিটি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। মাদার্স ডে-র (Mothers Day) উপলক্ষে কোহলি কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি অনুষ্কা শর্মাকেও ট্যাগ করেছেন। একটি ছবিতে অনুষ্কা শর্মা ও ভামিকা কোহলিকে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে কোহলির শৈশবের ছবি রয়েছে, যেখানে তিনি তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। ভক্তরা কোহলির এই ছবিগুলিতে প্রচুর কমেন্ট করছেন ও প্রশংসা করছেন।
advertisement
আরও পড়ুন- ‘মা হচ্ছি’, বিয়ের আগেই ভিভকে জানান নীনা! ভিভের যা জবাব ছিল, আশাই করেননি
advertisement
কোহলি তাঁর পোস্টে লিখেছেন, “বিশ্বের সমস্ত মায়েদের মাতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমার একজন মা আছেন, একজন মা আমাকে পুত্ররূপে গ্রহণ করেছেন, লালন-পালন করে ভালবাসা ও নিরাপত্তায় বড় করে তুলেছেন। আমরা প্রতিদিন তোমাকে আরও বেশি ভালবাসি।”
advertisement
সম্প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, যার ফলে ক্রিকেটমহলে হইচই পড়ে যায়।
এখন বিরাট কোহলিও BCCI-কে দ্বিধায় ফেলে দিয়েছেন। তিনি ইংল্যান্ড সফরে যেতে অস্বীকার করেছেন, যার পর থেকেই BCCI তাঁকে রাজি করানোর চেষ্টা করছে। জোর জল্পনা চলছে যে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে পারেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Mother's Day: ছবির ছোট্ট ছেলেটি এখন ভারতীয় দলের তারকা, কে বলুন তো? মাদার্স ডে-র এই পোস্ট কার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement