IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ শেষে মাঠে যে কাণ্ড ঘটল! তা এর আগে কখনও দেখা যায়নি

Last Updated:

IND vs PAK: সাম্প্রতিক সময়ে ২২ গজে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি যা হয়, দুবাইতে এশিয়া কাপের গ্রুপ পর্বের সাক্ষাতেই সেই একই ফল হল। ভারতের বোলিং-ব্যাটিং কোনও কিছুরই সামান্যতম মোকাবিলা করতে পারল না পাক দল।

News18
News18
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ-পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে একতরফা জয় পেয়েছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১২৭ রান। জবাবে ভারত ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচের সেরা পারফরমার ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের ইনিংসে একমাত্র সাহসী ভূমিকা রাখেন শাহিবজাদা ফারহান, ৪০ রান করেন ৪৪ বলে। তবে বাকিরা হতাশ করেন। শেষদিকে শাহিন আফ্রিদির ঝড়ো ৩৩ রানে পাকিস্তান ১২৫ পেরোতে সক্ষম হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নিয়ে পাক ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
চেজ করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে। অভিষেক শর্মার ১৩ বলে ৩১ এবং তিলক বর্মার স্থির ৩১ রানের ইনিংস ভারতকে মজবুত ভিত দেয়। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এবং সঙ্গী শিবম দুবেকে নিয়ে শান্তভাবে ড্রেসিং রুমে ফিরে যান।
advertisement
advertisement
তবে ম্যাচের পর দেখা যায়নি স্বাভাবিক সৌজন্যমূলক আচরণ—দুই দলের মধ্যে করমর্দন বা কথোপকথন হয়নি। এমনকি টসের সময়ও ভারতীয় অধিনায়কের সঙ্গে করমর্দন হয়নি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার। ম্যাচ শেষে ভারতীয় দলের এমন আচরণে অসন্তুষ্ট হন পাকিস্তান কোচ মাইক হেসন, যিনি পরে ভারতীয় ড্রেসিং রুমের কাছেও যান।
advertisement
advertisement
ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেন, “সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।” মাঠের পারফরম্যান্সে ভারত সফল হলেও ম্যাচ-পরবর্তী আচরণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ শেষে মাঠে যে কাণ্ড ঘটল! তা এর আগে কখনও দেখা যায়নি
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement