Weekend Trip: কলকাতার একেবারেই কাছে এই সমুদ্রতট! সঙ্গীর সঙ্গে নির্জন দ্বীপে সময় কাটাতে ঘুরে আসুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Weekend Trip: এই পুজোর ছুটিতে নির্জন দ্বীপে যেতে চাইলেষ্ট ঘুরে আসুন জম্বুদ্বীপ। এখানে গেলে আপনি হারিয়ে যাবেন অজানা এক দেশে।
এই পুজোর ছুটিতে নির্জন দ্বীপে যেতে চাইলেষ্ট ঘুরে আসুন জম্বুদ্বীপ। এখানে গেলে আপনি হারিয়ে যাবেন অজানা এক দেশে। এই দ্বীপটি খুবই নির্জন। কোনও জনবসতি নেই সেখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
ফ্রেজারগঞ্জের ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ। এই দ্বীপে যেতে হলে নৌকাই আপনার একমাত্র ভরসা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের দোলায় দুলতে দুলতে পৌঁছে যেতে পারেন আপনি এই দ্বীপে। সেক্ষেত্রে জলপথে ভ্রমণের মজাও পাবেন আপনি।
advertisement
দ্বীপটির চারিদিকে রয়েছে সাদা বালির তট। দ্বীপের মোট আয়তন ১৯৫০ হেক্টর। বর্তমানে এটি সংরক্ষিত বনাঞ্চল। ফ্রেজারগঞ্জ থেকে এই দ্বীপে যেতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। বকখালির কাছে বেনফিশ থেকে এই জায়গায় যাওয়ার জন্য ভুটভুটি নৌকা ছাড়ে।
advertisement
জম্বুদ্বীপে একসময় মাছ শুকনো করার কাজ করতেন মৎস্যজীবীরা। তবে উপকূলীয় আইনে এই দ্বীপে মৎস্যজীবীদের সমস্ত রকম কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর এই দ্বীপ পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে এই দ্বীপ নির্জন দ্বীপ।
advertisement
বর্তমানে বড় বড় গাছের জঙ্গলে ভরে গিয়েছে এই দ্বীপ। দ্বীপে নামতে দেওয়া হয়না কাউকে। তবে দ্বীপের চারিদিকে বোটে করে ঘুরতে পারবেন আপনিও।জম্বুদ্বীপে পৌঁছালে আপনি দেখতে পারবেন দিগন্ত বিস্তৃত জলরাশি, সমুদ্রের বুকে ভেসে থাকা এক দ্বীপ, লাল কাঁকড়ার সাম্রাজ্য। মাছের জগৎ।
advertisement