Indian Railways: দারুণ অফার IRCTC-র, এবার এক ট্রেনেই চার জ্যোর্তিলিঙ্গ দর্শনের সুযোগ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
অক্টোবরে যাত্রা শুরু ভারত গৌরব ট্রেনের
নয়া দিল্লি: ভারত গৌরব ট্রেনের মাধ্যমে চারটি জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণ! চারটি জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটির আধ্যাত্মিক ও ঐতিহাসিক যাত্রার জন্য একটি বিশেষ ‘ভারত গৌরব যাত্রা’ ট্রেন চালানো হবে। ভারত গৌরব স্পেশাল ট্রেনের মাধ্যমে ৯ দিনের ট্রেন ভ্রমণ পর্যটকদের ৪টি জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণে নিয়ে যাবে, যার মধ্যে দেশের সবচেয়ে পবিত্র মন্দিরগুলির পাশাপাশি দেশের সবচেয়ে উঁচু আধুনিক স্মৃতিস্তম্ভও থাকবে।
আইআরসিটিসি এই ভ্রমণ পরিচালনা করবে, যা ২৫ অক্টোবর অমৃতসর থেকে শুরু হবে এবং জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, আম্বালা, কুরুক্ষেত্র, পানিপত, সোনিপত, দিল্লি ক্যান্টনমেন্ট এবং রেওয়ারিতে বোর্ডিং করা হবে। এই ভ্রমণে উজ্জয়িনীর মহাকালেশ্বর এবং ওঙ্কারেশ্বর, দ্বারকার আশপাশের নাগেশ্বর এবং ভেরাবলের সোমনাথ (ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে চারটি) এবং কেভাদিয়ায় দ্বারকাধিশ মন্দির এবং স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণ করানো হবে।
advertisement
এই ট্রেনে ৭৬২ জন যাত্রী সফর করতে পারবেন, যাদের ইকোনমি, স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট ক্লাসে ভাগ করা হবে। ভাড়া জনপ্রতি ১৯,৫৫৫ থেকে ৩৯,৪১০-এর মধ্যে। ট্রেনে নিরামিষ খাবার, থাকার ব্যবস্থা, ঘুরিয়ে দেখানো, দর্শনীয় স্থান, ভ্রমণ বীমা এবং সুরক্ষার সুবিধা রয়েছে। থাকার ব্যবস্থা এবং স্থানীয় পরিবহণের দিক থেকে আলাদা ব্যবস্থা করা হবে। ইকোনমি ক্লাসে ভ্রমণকারীরা নন-এসি হোটেলে থাকবেন এবং কিছু ক্ষেত্রে অটোরিকশায় মন্দিরে ভ্রমণ করতে হবে। প্যাকেজে স্মৃতিস্তম্ভ প্রবেশ ফি, ব্যক্তিগত চার্জ এবং টিপস অন্তর্ভুক্ত নয়।
advertisement
advertisement
আইআরসিটিসি এই ভ্রমণকে ‘এক ট্রেনেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পর্যটন’ অফার হিসাবে নিয়ে আসছে। যাত্রীদের কাছে সেই ভাবেই প্রচার করা হচ্চে। ভারতে তীর্থযাত্রার প্রসার ঘটছে, তাই পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির ভক্তদের মধ্যে এই প্যাকেজের চাহিদা ভাল হবে। তাঁদের বেশিরভাগের আকর্ষণ হল তারা একটি রেল যাত্রায় চারটি পবিত্র মন্দির এবং একটি জাতীয় ল্যান্ডমার্ক পরিদর্শন করতে পারবেন। আইআরসিটিসি-র অফিসিয়াল সাইট এবং চণ্ডীগড় এবং দিল্লিতে আইআরসিটিসি-র আঞ্চলিক অফিস থেকে বুকিং করা সম্ভব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 10:03 AM IST

