Gowli Shastra: খাওয়ার সময় টিকটিকি ডেকে ওঠেছে? এটা কি সৌভাগ্যের সংকেত? জ্যোতিষশাস্ত্র মতে, ভাগ্য বদলাতে ওস্তাদ এই প্রাণী! বিজ্ঞান কী বলছে..

Last Updated:
Lizard Vastu Tips: জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী টিকটিকির টিকটিক ডাকের অর্থ কী? সকালে বা রাতে টিকটিকির ডাক কীসের ইঙ্গিত দেয়? বিজ্ঞান ও শাস্ত্রের ব্যাখ্যা জেনে নিন
1/8
বাড়িতে অফিসে দেখা যায় টিকটিকি। টিকটিক শব্দ শুনলেই চমকে ওঠেন অনেকেই। টিকটিকি দেখে বহু জন নাক সিঁটকোলেও, টিকটিকির টিকটিক ডাকের ভক্ত কিন্তু অনেকেই।
বাড়িতে অফিসে দেখা যায় টিকটিকি। টিকটিক শব্দ শুনলেই চমকে ওঠেন অনেকেই। টিকটিকি দেখে বহু জন নাক সিঁটকোলেও, টিকটিকির টিকটিক ডাকের ভক্ত কিন্তু অনেকেই।
advertisement
2/8
ধরুন জোরদার তর্কাতর্কি চলছে, এর মাঝে দেওয়ালে গা এলিয়ে পড়ে থাকা টিকটিকটি হঠাৎ টিকটিক করে ডেকে উঠল। ব্যস! যে পক্ষের কথায় টিকটিক করল, বল তাঁর কোর্টে চলে গেল।
ধরুন জোরদার তর্কাতর্কি চলছে, এর মাঝে দেওয়ালে গা এলিয়ে পড়ে থাকা টিকটিকটি হঠাৎ টিকটিক করে ডেকে উঠল। ব্যস! যে পক্ষের কথায় টিকটিক করল, বল তাঁর কোর্টে চলে গেল।
advertisement
3/8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রচলিত বিশ্বাস অনুযায়ী টিকটিকি নাকি সত্যি কথার ক্ষেত্রেই টিকটিক করে। অর্থাৎ, বহু মানুষই বিশ্বাস করেন যে টিকটিকির আশপাশে যদি কোনও সত্যি কথা বলা হয় তা হলে সরীসৃপ সেই প্রাণী সহমত জানিয়ে টিকটিক করে ওঠে। যদিও সে কথা কতটা যুক্তিপূর্ণ সেটির ব্যাখ্যা বিজ্ঞান আমাদের দিতে পারেনি। তবে জ্যোতিষশাস্ত্রে এর ব্যাখ্যা রয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রচলিত বিশ্বাস অনুযায়ী টিকটিকি নাকি সত্যি কথার ক্ষেত্রেই টিকটিক করে। অর্থাৎ, বহু মানুষই বিশ্বাস করেন যে টিকটিকির আশপাশে যদি কোনও সত্যি কথা বলা হয় তা হলে সরীসৃপ সেই প্রাণী সহমত জানিয়ে টিকটিক করে ওঠে। যদিও সে কথা কতটা যুক্তিপূর্ণ সেটির ব্যাখ্যা বিজ্ঞান আমাদের দিতে পারেনি। তবে জ্যোতিষশাস্ত্রে এর ব্যাখ্যা রয়েছে।
advertisement
4/8
টিকটিকি যে কেবল সত্যি কথা শুনলেই টিকটিক করে এর কোনও যুক্তিযুক্ত ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রেও নেই। তবে টিকটিকির ডাক কখন শুনছেন তার উপর অনেক কিছুই নির্ভর করে।
টিকটিকি যে কেবল সত্যি কথা শুনলেই টিকটিক করে এর কোনও যুক্তিযুক্ত ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রেও নেই। তবে টিকটিকির ডাক কখন শুনছেন তার উপর অনেক কিছুই নির্ভর করে।
advertisement
5/8
সকালে ঘুম থেকে উঠেই টিকটিকির ডাক শুনতে পেলে বুঝবেন দিনটা খুবই ভাল কাটবে। রাতে শুতে যাওয়ার আগে টিকটিকির ডাক শুনতে পেলে বুঝতে হবে যে আপনার কোনও গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।
সকালে ঘুম থেকে উঠেই টিকটিকির ডাক শুনতে পেলে বুঝবেন দিনটা খুবই ভাল কাটবে। রাতে শুতে যাওয়ার আগে টিকটিকির ডাক শুনতে পেলে বুঝতে হবে যে আপনার কোনও গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।
advertisement
6/8
টিকটিকি যদি এক জায়গায় বসে আপনার কানের কাছে বার বার ডেকে চলে তা হলে বুঝবেন কেউ আপনার নামে বদনাম রটাচ্ছেন।
টিকটিকি যদি এক জায়গায় বসে আপনার কানের কাছে বার বার ডেকে চলে তা হলে বুঝবেন কেউ আপনার নামে বদনাম রটাচ্ছেন।
advertisement
7/8
টিকটিকি যদি স্থির হয়ে ডেকেই চলে, নড়াচড়া না করে তা হলে বুঝবেন যে সে আপনাকে ধৈর্য ধরার বার্তা দিচ্ছে। অপেক্ষার পর সুফল পেতে পারেন।
টিকটিকি যদি স্থির হয়ে ডেকেই চলে, নড়াচড়া না করে তা হলে বুঝবেন যে সে আপনাকে ধৈর্য ধরার বার্তা দিচ্ছে। অপেক্ষার পর সুফল পেতে পারেন।
advertisement
8/8
তবে বিজ্ঞান অনুসারে টিকটিকি নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ডেকে থাকে। কিন্তু শাস্ত্রমতে এ সকল নানা ব্যাখ্যা দেওয়া রয়েছে। পুরোটাই নির্ভর করছে আপনি কোনটা বিশ্বাস করবেন তার উপর।
তবে বিজ্ঞান অনুসারে টিকটিকি নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ডেকে থাকে। কিন্তু শাস্ত্রমতে এ সকল নানা ব্যাখ্যা দেওয়া রয়েছে। পুরোটাই নির্ভর করছে আপনি কোনটা বিশ্বাস করবেন তার উপর।
advertisement
advertisement
advertisement