ভোটমুখী বিহারে একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাড়তে চলেছে নেপালের সঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্যের সুযোগ

Last Updated:

এই প্রকল্পটি ভারতীয় রেলওয়ের যুন্তকারী পদক্ষেপ, যার ব্যয় ৪,৪১০ কোটি টাকারও বেশি।

* ভোটমুখী বিহারে আজ একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
* ভোটমুখী বিহারে আজ একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
নয়াদিল্লি: আজ বিহার সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রায় ৩৬,০০০ কোটি টাকার বিস্তৃত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি যা বিহার রাজ্যের পরিকাঠামো এবং সংযোগ ব্যবস্থাকে সুবিধা দেবে। এই সফরের মূল লক্ষ্য থাকবে রেল প্রকল্পগুলি যা বিহারের পরিবহণ নেটওয়ার্ককে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ  পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী আরারিয়া-গলগলিয়া (ঠাকুরগঞ্জ) নতুন রেলপথের উদ্বোধন করবেন, যা আরারিয়া এবং কিষাণগঞ্জ জেলার মধ্যে সরাসরি যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।
এই প্রকল্পটি ভারতীয় রেলওয়ের যুন্তকারী পদক্ষেপ, যার ব্যয় ৪,৪১০ কোটি টাকারও বেশি। প্রায় ১১১ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং বেশ কয়েকটি বড় ও ছোট সেতু এবং ১৫টি স্টেশন নিয়ে গঠিত এই প্রকল্পটি উদ্বোধনের পর সীমান্ত অঞ্চলে যাত্রী ও মালবাহী পরিবহণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করবে। এটি নেপালের সঙ্গে বর্ধিত আন্তঃসীমান্ত বাণিজ্যের সুযোগও উন্মুক্ত করবে, যার ফলে বিহারের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী ২,১৭০ কোটি টাকারও অধিক মূল্যের বিক্রমশিলা-কাটারিয়া রেল লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা গঙ্গা নদীর উপর দিয়ে একটি নতুন রেল সংযোগ স্থাপন করবে। এই প্রকল্পগুলির পাশাপাশি, প্রধানমন্ত্রী চারটি নতুন ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ করবেন যা সংযোগ এবং সুবিধার নতুন পথ উন্মোচন করবে। এই প্রকল্প এবং পরিষেবাগুলি একসঙ্গে বিহারের জনগণের জন্য আঞ্চলিক এবং দীর্ঘ দূরত্বের রেল ভ্রমণকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। রেলপথ সেক্টরের বাইরে প্রধানমন্ত্রী ভাগলপুরের পীরপৈন্তিতে ৩x৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি পূর্ণিয়া বিমানবন্দরের নিউ সিভিল এনক্লেভে অন্তর্বর্তীকালীন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন, যা উত্তর বিহারের জন্য উন্নত বিমান চলাচল সুবিধা দেবে।
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটমুখী বিহারে একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাড়তে চলেছে নেপালের সঙ্গে আন্তঃসীমান্ত বাণিজ্যের সুযোগ
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement