পোস্ট অফিস FD কি ব্যাঙ্ক FD-র চেয়ে ভাল? এই হিসেবটা একবার ভাল করে দেখুন

Last Updated:
Post Office Fixed Deposit: দুপোস্ট অফিসের এফডি এবং ব্যাঙ্কের এফডি—দুটোই জনপ্রিয় সঞ্চয় মাধ্যম। কিন্তু কোনটায় বেশি সুদ, কোনটা নিরাপদ? একবার দেখে নিন সম্পূর্ণ হিসেব ও তুলনামূলক বিশ্লেষণ।
1/6
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
advertisement
2/6
এই জায়গায় এসে একটা প্রশ্ন ওঠে। ফিক্সড ডিপোজিটের সুবিধা ব্যাঙ্ক আর পোস্ট অফিস দুই জায়গাতেই পাওয়া যায়। ব্যাঙ্কে তা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত, অন্য দিকে, পোস্ট অফিসের ক্ষেত্রে একে টার্ম ডিপোজিট নামে অভিহিত করা হয়ে থাকে। তাহলে দুইয়ের মধ্যে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যেতে পারে?
এই জায়গায় এসে একটা প্রশ্ন ওঠে। ফিক্সড ডিপোজিটের সুবিধা ব্যাঙ্ক আর পোস্ট অফিস দুই জায়গাতেই পাওয়া যায়। ব্যাঙ্কে তা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত, অন্য দিকে, পোস্ট অফিসের ক্ষেত্রে একে টার্ম ডিপোজিট নামে অভিহিত করা হয়ে থাকে। তাহলে দুইয়ের মধ্যে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যেতে পারে?
advertisement
3/6
পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম এমনিতে দেখতে গেলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমের মতোই, ধরন এক, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা হল, মেয়াদ শেষে একটা বাঁধা রিটার্ন এল। তফাতটা হয় শুধু সুদের ক্ষেত্রে। মাঝে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বেশ ভাল সুদ পাওয়া যাচ্ছিল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের হার সংশোধন করতেই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। পোস্ট অফিসের টার্ম ডিপোজিট যদিও সেভাবে প্রভাবিত হয়নি।
পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম এমনিতে দেখতে গেলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমের মতোই, ধরন এক, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা হল, মেয়াদ শেষে একটা বাঁধা রিটার্ন এল। তফাতটা হয় শুধু সুদের ক্ষেত্রে। মাঝে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বেশ ভাল সুদ পাওয়া যাচ্ছিল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের হার সংশোধন করতেই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। পোস্ট অফিসের টার্ম ডিপোজিট যদিও সেভাবে প্রভাবিত হয়নি।
advertisement
4/6
পোস্ট অফিসের টার্ম ডিপোজিট এখনও ব্যাঙ্কের তুলনায় সামান্য হলেও ভাল সুদ দেয় তার গ্রাহকদের। বর্তমানে ১ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.০ শতাংশ, ৩ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.১ শতাংশ, অন্য দিকে ৫ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.৫ শতাংশ।
পোস্ট অফিসের টার্ম ডিপোজিট এখনও ব্যাঙ্কের তুলনায় সামান্য হলেও ভাল সুদ দেয় তার গ্রাহকদের। বর্তমানে ১ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.০ শতাংশ, ৩ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.১ শতাংশ, অন্য দিকে ৫ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.৫ শতাংশ।
advertisement
5/6
এবার সরাসরি আসা যাক হিসেবের অঙ্কতে। বিনিয়োগ রাতারাতি লাভের মুখ দেখায় না। তার জন্য সামান্য হলেও সময় দিতে হয়। পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমেও টাকা খাটানোর মেয়াদ ৩ বছর ধরে এগোনো যাক, কেউ যদি ৫ বছর ধরে টাকা আটকে রাখতে নাও চান, এটায় অসুবিধা হওয়ার কথা নয়।
এবার সরাসরি আসা যাক হিসেবের অঙ্কতে। বিনিয়োগ রাতারাতি লাভের মুখ দেখায় না। তার জন্য সামান্য হলেও সময় দিতে হয়। পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমেও টাকা খাটানোর মেয়াদ ৩ বছর ধরে এগোনো যাক, কেউ যদি ৫ বছর ধরে টাকা আটকে রাখতে নাও চান, এটায় অসুবিধা হওয়ার কথা নয়।
advertisement
6/6
ধরা যাক, কেউ পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। আগেই উল্লেখ করা হয়েছে যে এখন পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে ৩ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.১ শতাংশ। অতএব, মেয়াদ শেষে বিনিয়োগকারী ফেরত পাবেন ১,২৩,৫০৮ টাকা। ২৩,৫০৮ টাকা এখানে এসেছে সুদ থেকে, এটা ফিক্সড, তাই লোকসানের ভয় নেই।
ধরা যাক, কেউ পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। আগেই উল্লেখ করা হয়েছে যে এখন পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে ৩ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৭.১ শতাংশ। অতএব, মেয়াদ শেষে বিনিয়োগকারী ফেরত পাবেন ১,২৩,৫০৮ টাকা। ২৩,৫০৮ টাকা এখানে এসেছে সুদ থেকে, এটা ফিক্সড, তাই লোকসানের ভয় নেই।
advertisement
advertisement
advertisement