IND vs PAK: পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত! ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার

Last Updated:

Suryakumar Yadav Dedicates Win Over Pakistan To Indian Armed Forces And Families Of Pahalgam Victims: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হেলায় হারিয়ে ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতের জয় উৎসর্গ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

News18
News18
দুবাই: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিৎ কিনা, তা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। মাঠের বাইরে রাজনৈতিক তরজাও কম হয়নি। তবে ভারতীয় ক্রিকেটাররা সেসব কিছুতে মাথা না ঘামিয়ে অবিচল ছিল নিজেদের জয়ের লক্ষ্যে। আর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে হেলায় হারিয়ে ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতের জয় উৎসর্গ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচ খেললেও শুরু থেকেই সূর্যকুমার যাদবের শরীরী ভাষা ছিল অন্যরকম। টসের পর পাক অধিনায়কের সঙ্গে করমর্দনও করেননি সূর্য। ছয় মেরে ম্যাচ শেষে করে সাজঘরে যাওয়ার সময়ও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। নিজের মত করে প্রতিবাদের ভাষা বেছে নেন সূর্যকুমার যাদব। আর পুরস্কার বিতরণীর সময় শেষে সূর্য যা করল তা সকলের মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
ভারত অধিনায়ক বলেন,”সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করে পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল, একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী। রান তাড়া করতে নেমে অভিষেক শর্মার ঝোড়ো ৩১, সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৭ এবং তিলক বর্মার ৩১ রানের ইনিংসের সৌজন্যে ২৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত! ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement