Akash Deep : ৬২ লাখ টাকায় স্বপ্নপূরণ! ভারতের জার্সি পরতেই আকাশ দীপের জীবন বদলে গেল! একই বলে সাফল্য

Last Updated:

Akash Deep buys new car- বাংলার পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিন ম্যাচে ১৩টি উইকেট নেন। সিরিজ শেষের পর দেশে ফিরেই স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ি কিনলেন। এদিন সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আকাশদীপ।

News18
News18
কলকাতা: এদেশে ক্রিকেটই অনেকের জীবন বদলে দিয়েছে। ঠিক যেমনটা হল আকাশ দীপের সঙ্গে। ভারতীয় টেস্ট দলের হয়ে খেলার পরই স্বপ্নপূরণ।
বাংলার পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিন ম্যাচে ১৩টি উইকেট নেন। সিরিজ শেষের পর দেশে ফিরেই স্বপ্ন ছুঁলেন আকাশদীপ। স্বপ্নের গাড়ি কিনলেন। এদিন সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আকাশদীপ।
ইনস্টায় পোস্ট করা ছবিতে আকাশদীপ লিখেছেন, ”অবশেষে জীবনের একটা স্বপ্নপূরণ হল। গাড়ির চাবি হাতে পেলাম। যাঁরা আমার কাছের জন, তাঁদের সঙ্গেই এই মুহূর্তটা থেকে গেল।”
advertisement
advertisement
কালো রঙয়ের ‘টয়োটা ফরচুনার’ কিনলেন তিনি। টপ মডেলের দাম প্রায় ৬২ লাখ টাকা। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিনন্দন জানিয়ে লিখেছেন, ”অনেকক অভিনন্দন।”
আরও পড়ুন- ‘হ্যালো বিরাট কোহলি বলছি…!’ মুদি দোকানে ফোন, ১০ মিনিটে বাড়িতে পুলিশ! বিরাট কাণ্ড
ইংল্যান্ড সিরিজে আকাশ দীপকে ঘিরে বিতর্কও রয়েছে। ওভালে বেন ডাকেটকে আউট করার পর তাঁর কাঁধে হাত রেখেছিলেন আকাশ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেন, তাঁর সঙ্গে আকাশদীপ একই ধরনের আচরণ করলে তিনি ভারতীয় বোলারের মুখে ঘুষি মেরে দিতেন।
advertisement
advertisement
ওদিকে ব্যাট করার সময়ও ডাকেট ও আকাশদীপ একে অপরকে জড়িয়ে ধরেন। সেই দৃশ্য দেখার পর ধারাভাষ্যকাররা বলেন, ওদের মধ্যে তো কোনও সমস্যা নেই। আকাশ দীপ বলেন, ডাকেট ব্যাট করার সময় তাঁকে বলেছিলেন, তিনি তাঁকে আউট করতে পারবেন না। ডাকেট সেদিন ৩৮ বলে ৪৩ রান করছিলেন। অবশেষে তাঁকে আউট করেন আকাশ। এর পর তিনি ডাকেটকে বলেন, ”ইউ মিস, আই হিট”। তবে সিরিজ শেষ হওয়ার পরও সেই ঘটনা নিয়ে চর্চা চলছেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Akash Deep : ৬২ লাখ টাকায় স্বপ্নপূরণ! ভারতের জার্সি পরতেই আকাশ দীপের জীবন বদলে গেল! একই বলে সাফল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement