Virat Kohli : 'হ্যালো বিরাট কোহলি বলছি...!' মুদি দোকানে ফোন, ১০ মিনিটে বাড়িতে পুলিশ! বিরাট কাণ্ড

Last Updated:

Virat Kohli- মণীশ আর খেমরাজ। দুই বন্ধু এমন একটা কল পেয়ে প্রথমে বিশ্বাসই করেনি। তাদের মোবাইলে ফোন কল আসে একদিন। ফোন ধরতেই উল্টোদিক থেকে একজন বলে ওঠে, ‘হ্যালো! বিরাট কোহলি বলছি…।’

News18
News18
কলকাতা : হ্যালো, আমি বিরাট কোহলি বলছি…! কে ভেবেছিল, ছত্তিশগঢ়ের গারিয়াবন্দ জেলার দেবভোগ গ্রামের একটি ছোট্ট মুদি দোকানের মালিকের কাছে আসবে বিরাট কোহলির ফোন!
মণীশ আর খেমরাজ। দুই বন্ধু এমন একটা কল পেয়ে প্রথমে বিশ্বাসই করেনি। তাদের মোবাইলে ফোন কল আসে একদিন। ফোন ধরতেই উল্টোদিক থেকে একজন বলে ওঠে, ‘হ্যালো! বিরাট কোহলি বলছি…।’ এর পর সেই ফোনে কল আসে এবি ডি ভিলিয়ার্স, রজত পাতিদারের মতো তারকাদেরও।
আরও পড়ুন- ‘ঝগড়া হলেই…’, ধনশ্রীর ‘লোভ’ ফাঁস করেন চাহাল, ডিভোর্সের কারণ জানাজানি আবার!
২৮ জুন স্থানীয় একটি দোকান থেকে একটি সিম কার্ড নেন মণীশ। এর পর নিজের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন। তার পর দেখেন, নিজে থেকেই তাঁর প্রোফাইল পিকচারে ভেসে উঠেছে ক্রিকেটার রজত পাতিদারের ছবি। প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি তিনি। কয়েকদিন পরেই তার ফোনে কল আসে বিরাট কোহলির। তার মাঝে একবার ফোন করেন এবি ডি ভিলিয়ার্সও।
advertisement
advertisement
মণীশ এবং খেমরাজ মজা করতে শুরু করে। তাঁরা নিজেদের ‘মহেন্দ্র সিংহ ধোনি’ বলে পরিচয় দিতে শুরু করে। এর পর ১৫ জুলাই অপরিচিত একটা নম্বর থেকে ফোন পান মণীশ। উল্টো প্রান্তে থাকা ব্যক্তি বলেন, “ভাই, আমি রজত পাতিদার বলছি। এই নম্বরটা আমার। দয়া করে ফেরত দিয়ে দিন।” মণীশ তখনও মজা করে বলেন, “আমিও এমএস ধোনি।” রজত পাতিদার তাকে বারবার বোঝান। তবে ফল কিছু হয়নি।
advertisement
সেই ফোন কলের ১০ মিনিট পর মণীশের বাড়িতে হাজির হয় পুলিশ। তখন সবটা জানতে পারে দুই বন্ধু।  কোনও সিম কার্ড ৯০ দিন বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকলে তা অন্য কাউকে দিয়ে দেয় মোবাইল অপারেটর সংস্থা। পাতিদারের সিম-এর ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। শেষ পর্যন্ত নিজের নম্বর ফেরত পেয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : 'হ্যালো বিরাট কোহলি বলছি...!' মুদি দোকানে ফোন, ১০ মিনিটে বাড়িতে পুলিশ! বিরাট কাণ্ড
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement