Ind vs Sa : লজ্জা! ইডেনে আড়াই দিনে হারল ভারত, 'মনের মতো' উইকেট পেয়েও গম্ভীরের দল ফ্লপ, সিরিজে এগোল দক্ষিণ আফ্রিকা

Last Updated:

Ind vs Sa Eden Test: ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলকে হারাল ৩০ রানে। শুভমান গিল খেলতে পারলেন না চোটের জন্য।

News18
News18
কলকাতা : আড়াই দিনে খেলা শেষ! এমন কিছু একটা যে হবে, তা আন্দাজ করা যাচ্ছিল। তবে মনের মতো উইকেট পেয়েও ভারত যে এই উইকেটে হারবে, তা কে আন্দাজ করেছিল! তাই বলে একটা আস্ত টেস্ট ম্যাচ তিনদিনও গড়াল না! এ লজ্জা কার? ইডেনের! টিম ইন্ডিয়ার! টেস্ট ক্রিকেটের!
সিএবি কর্তাদের আশা ছিল, রবিবার ফুলহাউস হবে ইডেন। এমনকী তৃতীয় দিন খেলাও হবে। তবে সেটা কতক্ষণ তা বলা মুশকিল ছিল। ইডেনের বাইশ গজ আবার প্রশ্নের মুখে পড়ল। অনেক দর্শকই বলতে বলতে বেরোলেন, এটা কোনও উইকেট? এটা টেস্ট ম্যাচ? দুটো টিমের একমাত্র একজনে হাফসেঞ্চুরি। উইকেট যেন খোঁয়াড়!
সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে হতাশ দেখাচ্ছিল দ্বিতীয় দিন থেকেই। তিনি অবশ্য বলেছিলেন, গম্ভীররা যেমন উইকেট চেয়েছিল তেমনই পেয়েছে। মহারাজ বলেছিলেন, গম্ভীর এখন ভারতীয় দলের বস। ও যেমনটা চাইবে তেমন তো দিতেই হবে। এখানে আমাদের কী করার আছে!
advertisement
advertisement
এই টেস্ট নিয়ে বলার মতো আর কী থাকতে পারে! বুমরাহর ৫ উইকেট। আর ব্যাটাররা আয়ারাম-গয়ারাম। মোট চারটে ইনিংস, লো স্কোরি, একমাত্র হাফ সেঞ্চুরি টেম্বা বাভুমার। আরও একটা বড় কাণ্ড অবশ্য ঘটল। ঘাড়ে চোট পেয়ে ছিটকে গেলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনি গুয়াহাটি টেস্টেও অনিশ্চিত।
আরও পড়ুন- শুভমান গিলকে নিয়ে খারাপ খবর! সামনে এল বড় আপডেট, মন ভাঙল সকলের!
টেম্বা বাভুমার অদম্য লড়াই দক্ষিণ আফ্রিকার লিড বাড়িয়ে নিয়ে যায় ১৫৩ রানে। ইডেনের ঘূর্ণি পিচে এই পুঁজি যে কম নয়, তা ভারতের হার বুঝিয়ে দিল। তার উপর গিলের অনুপস্থিতি। ৭ উইকেটে ৯৩ রান। দ্বিতীয় দিনের শেষে এই ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর। সেখান থেকে ১৫৩। অধিনায়ক বাভুমা ৫৫ রান করে নট আউট। ইডেনে ১২৩ রানের লিড তফাত গড়ে দিল। ৩০ রানে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Sa : লজ্জা! ইডেনে আড়াই দিনে হারল ভারত, 'মনের মতো' উইকেট পেয়েও গম্ভীরের দল ফ্লপ, সিরিজে এগোল দক্ষিণ আফ্রিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement