Mohammad Siraj : এই না হলে টেস্ট ক্রিকেট! উইকেট ভেঙে দু'টুকরো, ইডেনে সিরাজের এই 'আগুন' ডেলিভারি দেখার মতো
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Siraj : কলকাতার ইডেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার জন্য ৪টি উইকেট দখল করেছেন। দ্বিতীয় ইনিংসে সিরাজ মাত্র ২ ওভার বল করে ২ রান দিয়ে ২টি উইকেট নেন।
কলকাতা: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৫৩ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও অতিথি দলের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। এর মধ্যে টিম ইন্ডিয়ার পেসার মহাম্মদ সিরাজ এক দুর্দান্ত ডেলিভারিতে স্টাম্প ভেঙে দক্ষিণ আফ্রিকা শিবিরে ত্রাস সৃষ্টি করেন।
তৃতীয় দিনের প্রথম সেশনে মহম্মদ সিরাজ সাইমন হার্মারকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে নবম আঘাত দেন। হার্মার ২০ বল খেলে ৭ রান করেছিলেন। কিন্তু ইনিংসের ৫৪তম ওভারে সিরাজ এমন এক তীব্র গতির বল করেন যা হার্মার মোটেই বুঝে উঠতে পারেননি। বল সরাসরি স্টাম্পে আঘাত করে এবং স্টাম্প দু’খণ্ড হয়ে যায়। এভাবে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে নবম উইকেট হারায়। একই ওভারের শেষ বলেই সিরাজ কেশব মহারাজকে এলবিডব্লিউ আউট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করে দেন।
advertisement
কলকাতার ইডেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার জন্য ৪টি উইকেট দখল করেছেন। দ্বিতীয় ইনিংসে সিরাজ মাত্র ২ ওভার বল করে ২ রান দিয়ে ২টি উইকেট নেন। আর প্রথম ইনিংসে তিনি ১২ ওভার বল করে ৪৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। এইভাবে সিরাজের ঝুলিতে মোট ৪টি উইকেট যায়।
advertisement
advertisement
You just can’t keep him out of the game! #MohammedSiraj gets the 9th wicket for #TeamIndia! #INDvSA | 1st Test, Day 3, LIVE NOW https://t.co/19cUrY4aXc pic.twitter.com/OZeAB4Ac26
— Star Sports (@StarSportsIndia) November 16, 2025
advertisement
আরও পড়ুন- শুভমান গিলকে নিয়ে খারাপ খবর! সামনে এল বড় আপডেট, মন ভাঙল সকলের!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য রাখা হয়েছে। ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১৫৯ রান করেছিল। এর জবাবে টিম ইন্ডিয়া ১৮৯ রান করে অলআউট হয় এবং ২০ রানের লিড পায়। তবে দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থ হয় এবং তারা ১৫৩ রানে অলআউট হয়ে যায়। এভাবে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্য নির্ধারণ হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 2:10 PM IST

