North 24 Parganas News:দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে অনন্য পরিবেশ, সন্ধে নামতেই জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সন্ধ্যে নামতেই এভাবে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ, দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে সৃষ্টি হল আধ্যাত্বিক পরিবেশের
advertisement
advertisement
advertisement
এদিন মঙ্গলদীপ উপলক্ষে প্রায় ১৫ হাজারের উপরে দর্শনার্থী ভিড় জমান দেগঙ্গার চাকলা লোকনাথ মন্দিরে। উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিরাও। এই বিশেষ দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয় মন্দির। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিশেষ পুজোরও আয়োজন করা হয়
advertisement
advertisement
বছরের সব সময়ই বাবা লোকনাথের চাকলা মন্দিরে ভিড় থাকে ভক্তদের। সারাদিনে তিনবার পুজো হয়। শুভ কাজে ভক্তরা বাবার আশীর্বাদ নিতেও আসেন এই মন্দিরে। মন্দির কমিটির তরফ থেকে নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির। দূর-দূরান্ত এমনকি ভিন রাজ্য থেকেও বহু ভক্ত মঙ্গলদ্বীপ জ্বালাতে এদিন উপস্থিত হয়েছিলেন লোকনাথ বাবার চাকলা ধাম মন্দিরে









