এশিয়া কাপে আজ সামনে দুর্বল হংকং, কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় রোহিতের ভারত
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Team India likely to make some changes against Hong Kong tonight. আজ সামনে দুর্বল হংকং, কিছু পরীক্ষার নিরীক্ষা চালাতে চায় রোহিতের ভারত
#দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর অনেকটা আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। এদিন তাদের প্রতিপক্ষ দুর্বল হংকং। তাই স্বাভাবিকভাবেই রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নেওয়ার জন্য এই মঞ্চটা কাজে লাগাতে চাইবে মেন ইন ব্লু রা। এই ম্যাচে ভারতীয় দলে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে ঋষভ পন্থের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে তাঁর জায়গায় ‘ফিনিশার’ দীনেশ কার্তিকের উপর ভরসা রেখেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। যদিও ডিকে’কে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি। রবীন্দ্র জাদেজা চার নম্বরে নেমে লড়াকু ইনিংস উপহার দিয়েছিলেন। আর পাকিস্তানের হুঙ্কার থামিয়ে ভারতকে শেষ ওভারে রোমাঞ্চকর জয় উপহার দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন - বলে মুজিব, ব্যাট নাজিব ! আফগান ঝড়ে এশিয়া কাপে শুরুতেই উড়ে গেল বাংলাদেশ
এখন প্রশ্ন হচ্ছে, ঋষভ যদি ফেরেন, তাহলে কার জায়গায় খেলবেন? এক্ষেত্রে দীনেশ কার্তিকের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তবে লোকেশ রাহুল যেহেতু ফর্মে নেই, তাই তাঁকেও বসানো হতে পারে। সেক্ষেত্রে ওপেনিং জুটি পরিবর্তন হবে। রোহিতের সঙ্গে ঋষভ কিংবা সূর্যকুমারও ইনিংসের সূচনা করতে পারেন।
advertisement
advertisement
India vs Hong Kong will take on each other in today's clash of the Asia Cup 2022#INDvsHK #Cricket #SkyExch #T20 #sport #cricket #AsiaCup #AsiaCup2022 #India #Indiacricket pic.twitter.com/PAkI82t7dA
— SkyExch (@officialskyexch) August 31, 2022
advertisement
তিন নম্বরে খেলবেন বিরাট কোহলি। মিডল অর্ডার নিয়ে আর কাটাছেঁড়া হয়তো করতে চাইবে না ভারত। তাই দীপক হুদার প্রতীক্ষা দীর্ঘায়িত হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পেশালিস্ট পেসার নিয়ে মাঠে নেমেছিলেন ক্যাপ্টেন রোহিত। তবে হংকংয়ের বিরুদ্ধে পরিকল্পনা বদল হতে পারে কিছুটা।
তিন স্পিনার খেলাতে পারে ভারত। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহালের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবি বিষ্ণোই সুযোগ পেতে পারেন।
advertisement
বাছাই পর্বের ম্যাচ খেলে যোগ্যতা অর্জন করেছে হংকং। ভারতের মতো শক্তিশালী দলের কাছে তারা হয়তো নগণ্য ঠিকই, কিন্তু ক্রিকেট যে অনিশ্চতার খেলা!
আর ফরম্যাট যখন টি-২০, তাই না আঁচালে বিশ্বাস নেই! ভারত জানে এই ম্যাচটাও দাপটের সঙ্গে জিততে পারলে আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে তাদের। তাই প্রথম এগারোয় যারাই খেলুন, বড় ব্যবধানে জয় একমাত্র লক্ষ্য ভারতের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 11:24 AM IST

