বলে মুজিব, ব্যাট নাজিব ! আফগান ঝড়ে এশিয়া কাপে শুরুতেই উড়ে গেল বাংলাদেশ

Last Updated:

Afghanistan beat Bangladesh by 7 wickets to secure super 4 of Asia Cup. বলে মুজিব, ব্যাট নাজিব ! আফগান ঝড়ে এশিয়া কাপে শুরুতেই উড়ে গেল বাংলাদেশ

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান
বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান
#শারজা: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। তবে অধিনায়ক সাকিব আল হাসানের উদ্দেশ্য ছিল আগে ব্যাট করে বড় স্কোর দাঁড় করার। তিনি জানিয়েছিলেন খুব ভালো মনে হচ্ছে। স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারলে সেটি তাড়া করতে আফগানিস্তানের জন্য কঠিন হবে।
আমাদের তিনজন পেসার ও দুই স্পিনার―আশা করি বোলিংটা ভারসাম্যপূর্ণই। তারা (আফগানিস্তান) খুবই ভালো দল। তাদের বোলিং আক্রমণ অনুযায়ীই আমরা প্রস্তুত হয়েছি। আশা করি, আমরা দেখাতে পারব যে আমরা কী করতে পারি। বড় স্কোর দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিবও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৯ বলে ১১ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়েছেন তিনি।
advertisement
advertisement
শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেনের ৩১ বলে অপরাজিত ৪৮ রানের কল্যাণে ১২৭ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। নিজের শততম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব, দেখার ছিল বল হাতে ম্যাচটা রাঙাতে পারেন কিনা। আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপ খুব একটা খারাপ হয়নি। একটি মাত্র উইকেট হারিয়ে পাওয়ার প্লে তে তাদের রান ছিল ২৯।
advertisement
গুরবাজ (১১) ফিরে গেলেন সাকিবের বলে। জাজাই (২৩) আউট হলেন মোসাদ্দেক হোসেনের বলে। নবি (৮) এল বি ডব্লিউ হলেন সাইফউদ্দিনের বলে। সাকিব চার ওভারে ১২ রান দিলেন একটি উইকেট নিয়ে। দুর্দান্ত বল করলেন মেহেদী হাসান। কিন্তু নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারলেন না মোস্তাফিজুর।
অতিরিক্ত রান দিলেন। মাঝের সময়টা চাপে পড়ে গেলেও নাজিবুল্লাহ এবং ইব্রাহিম সামলে নিলেন আফগানিস্তানকে। দুজনেই বাংলাদেশ বোলারদের পাল্টা কাউন্টার অ্যাটাক করলেন। লুজ বল পেলেই বাউন্ডারির বাইরে পাঠালেন। বিশেষ করে নাজিবুল্লাহ বাংলাদেশ বোলারদের প্রচুর মার মারলেন। ছক্কা মেরে জেতালেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বলে মুজিব, ব্যাট নাজিব ! আফগান ঝড়ে এশিয়া কাপে শুরুতেই উড়ে গেল বাংলাদেশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement