5 bowlers never bowled no ball : ক্রিকেট ইতিহাসের মহান কিছু বোলার যারা একটিও নো বল করেননি! ভারত থেকে শুধু কপিল

Last Updated:

5 legendary cricketers who have never bowled a no ball in their career. কপিল দেব, ইমরান খান কখনও নো বল করেননি ক্রিকেট জীবনে। তালিকায় রয়েছেন ইয়ান বোথাম এবং ডেনিস লিলি।

কপিল দেব, ইমরান খান কখনও নো বল করেননি ক্রিকেট জীবনে
কপিল দেব, ইমরান খান কখনও নো বল করেননি ক্রিকেট জীবনে
নো-বল করাটা বোলারদের সব থেকে বড় সমস্যা আধুনিক ক্রিকেটে। এই জন্য বহু রান অকারণেই চলে যায় দলগুলির হাত থেকে। তবে, এমনও পাঁত বোলার রয়েছেন যাঁরা কখনও নো বল করেননি পুরো কেরিয়ারে। এক নজরে সেই তালিকায় দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে তৈরি এই তালিকা।
advertisement
advertisement
ইয়ান বোথাম
এই তালিকায় নাম রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বোথামের নাম। ১৬ বছরের কেরিয়ারে একটাও নো বল করেননি বোথাম। ১০২ টেস্টে ৩৮৩ উইকেট পেয়েছেন বোথাম। ব্যাট হাতে ৫২০০ রান করেছিলেন তিনি। ১১৬ ওডিআই ম্যাচে ২১১৩ রান করেছেন ইয়ান এবং তিনি সংগ্রহ করেছেন ১৪৫ উইকেট।
ইমরান খান
পাকিস্তানের সব থেকে সফল অধিনায়ক ইমরান খান। কখনও নো বল না করা ক্রিকেটারদের তালিকায় রয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১৯৮২ সালে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন ইমরান। ৮৮ টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে ৩৮০৭ রান করেন ইমরান, তাঁর শিকার ৩৬২ উইকেট।
advertisement
ল্যান্স গিবস
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিজের কেরিয়ারে কখনও নো বল করেননি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৭৯টি টেস্ট এবং ৩টি এক দিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ল্যান্স। সর্ব মোট ৩১১ উইকেট পেয়েছেন ল্যান্স গিবস। তিনিই বিশ্বের একমাত্র স্পিনার যিনি কখনও কোনও নো বল করেননি।
ডেনিস লিলি
এই তালিকায় নাম আসে ডেনিস লিলিরও। লিলিও নিজের কেরিয়ারে কখনও নো বল করেননি। উনি ৭০টি টেস্ট ম্যাচে ৩৫৫ উইকেট সংগ্রহ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি এক দিনের ম্যাচে ১০৩টি উইকেট নিয়েছেন।
advertisement
কপিল দেব
একমাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় স্থান করে নিয়েছেন কপিল দেব। ভারতকে ১৯৮৩ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ক ১৩১টি টেস্ট এবং ২২৫টি ওডিআই ম্যাচ খেলেছিলেন। দুই ফরম্যাটের ক্রিকেটে তাঁর সংগৃহীত রান যথাক্রমে ৫২৪৮ এবং ৩৭৮৩। কপিল দেবের নামে রয়েছে ৪৩৪টি টেস্ট উইকেট এবং ২৫৩ ওডিআই উইকেট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
5 bowlers never bowled no ball : ক্রিকেট ইতিহাসের মহান কিছু বোলার যারা একটিও নো বল করেননি! ভারত থেকে শুধু কপিল
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement