ভারত বনাম ইংল্যান্ডের দ্বৈরথে এগিয়ে কোন দেশ, কী বলছে ইতিহাস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের মেগা সেমিফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ম্যাচে জিতে ফাইনালে উঠতে বদ্ধপরিকর রোহিত শর্মা ও জস বাটলারের দল। দুই দলের পরিসংখ্যানে কিন্তু একটু এগিয়ে ভারত।
#অ্যাডিলেড: আর কিছু সময়ের অপেক্ষ। তারপরই অ্যডিলেডে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটছে গোটা ক্রিকেট বিশ্ব। পাকিস্তান ফাইনালে পৌছে যাওয়ার পর ভারতীয় দলের উপর চাপ একটু হলেও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অপরদিকে ব্রিটিশরা প্রস্তুত সর্বশক্তি দিয়ে ঝাপাতে।
মেগা সেমিফাইনালের আগে আমরা যদি দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান একটু দেখি, সেখানে কিন্তু ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ২২ বার মুখোমখুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছ টিম ইন্ডিয়া ও ১০টি ম্যাচ গেছে ইংল্যান্ডের দখলে। আর টি-২০ বিশ্বকাপে দুই দলের এখনও পর্যন্ত ৩ বার সাক্ষাৎ হয়েছে। ২টি জিতেছে ভারত ও ১টি ইংল্যান্ড।
advertisement
advertisement
অ্যাডিলেডে অবশ্য এদিনের ম্যাচে দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তির তুলনা করলে যে কোনও একটি দলকে এগিয়ে রাখা খুবই শক্ত। কারণ ব্যাটিং বিভাগে দুই দলেই একাধিক ম্যাচ উইনাার রয়েছে। কিন্তু অলরাউন্ডার বিভাগে ভারতের থেকে এগিয়ে ব্রিটিশরা। দুই দলের বোলিং অ্যাটেকের তুলনা করলে পেস অ্যাটাকে সামান্য এগিয়ে ইংরেজরা। তবে স্পিন অ্যাটাক ভারতের অনেক শক্তিশালী। ফলে আজকের ম্যাচে কে হাসবে শেষ হাসি তার উত্তর দেবে আগামি কয়েক ঘণ্টার অ্যাডিলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 8:20 AM IST








