East Bengal FC : চার গোলের মালা পরাল ইস্টবেঙ্গল! চেন্নাইনের হুমকির পাল্টা দিল লাল-হলুদ, ডার্বির আগে বড় জয়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
East Bengal- দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। চার গোলে চেন্নাইন এফসিকে ওড়াল লাল-হলুদ শিবির।
কলকাতা : দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। চার গোলে চেন্নাইন এফসিকে ওড়াল লাল-হলুদ শিবির।
চলতি সুপার কাপে এদিন দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্য়াচে স্থানীয় ফুটবল ক্লাব ডেম্পোর বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্য়াচে নেমেই লাল-হলুদের দুরন্ত জয়। এদিন ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামের ম্য়াচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল বিপিন সিংয়ের।
এদিন লাল-হলুদ জার্সিতে প্রথম গোল পেলেন ডিফেন্ডার কেভিন সিবিলে। ৩৫ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর পর ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান বিপিন সিং। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের গোল করেন বিপিন।
advertisement
advertisement
এর পর দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাল-হলুদ জার্সিতে প্রথম গোল পান জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। পেনাল্টি থেকে গোল করেন তিনি। তিনি অবশ্য আগেই গোল পেতেন। তাঁর বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে।
ডার্বি ম্যাচে নামার আগে বড় জয় পেল ইস্টবেঙ্গল। এই জয় দলকে নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে। এবার মোহনবাগান খেলবে ডেম্পোর বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান জিতলে সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে ডার্বিতে তাদের ড্র করলেই হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩১ অক্টোবরের ডার্বি।
advertisement
আরও পড়ুন- ফের ট্রেন দুর্ঘটনা! আচমকা কানফাটা শব্দ, দু’ভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন, মাঝরাতে বিভীষিকা
টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ডেম্পোর বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল তারা। সব থেকে বড় ব্যাপার, চেন্নাইয়িন এফসি কোচ ক্লিফোর্ড মিরান্ডা কার্যত হুঙ্কার দিয়েছিলেন, ইস্টবেঙ্গলকে বধ করার যাবতীয় ছক তাঁরা প্রস্তুত করে ফেলেছেন। ফলে এই ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে ছিল মানরক্ষার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 8:54 PM IST

