Rohit Sharma: কেকেআরকে শিক্ষা দিতে তৈরি রোহিতের ব্যাট, ভবিষ্যৎবাণী গাভাসকারের

Last Updated:
কেকেআরের বিরুদ্ধে তৈরি রোহিত
কেকেআরের বিরুদ্ধে তৈরি রোহিত
মুম্বই: আজ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে একাই ভাগ্য বদলে দিতে পারেন রোহিত শর্মা। এমনটাই মনে করেন সুনীল গাভাসকার। সানি জানিয়েছেন শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন রোহিত তাতে একটা জিনিস পরিষ্কার এবার তাকে থামানো কঠিন। গাভাসকার বিশ্বাস করেন রোহিত শর্মা একবার ছন্দ পেয়ে গেলে তাকে আউট করা মুশকিল।
তিনি যতক্ষণ থাকবেন বিপক্ষ বোলারদের অবস্থা কাহিল করে দেবেন। রবিবার মুম্বই অধিনায়ক সেটাই করতে পারেন শাহরুখ খানের দলের বিপক্ষে। এমনিতে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান ভাল নয়। ৩১ সাক্ষাতের মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। ৯ বার কেকেআর। তবে শেষ ৫ সাক্ষাতে ৩-২ এগিয়ে কলকাতার দল। কেকেআর এবার সেরকম বড় তারকা না নিলেও দলটার মধ্যে একটা লড়াই করার স্পিরিট আছে।
advertisement
advertisement
advertisement
সানি মনে করেন রোহিত শর্মাকে যদি পাওয়ার প্লের ভেতর আউট করতে না পারা যায়, তাহলে কপালে দুঃখ আছে নীতিশ রানার দলের। পাশাপাশি তিলক বর্মা মিডল অর্ডারে যেভাবে নিজেকে মেলে ধরেছেন সেটাও দারুন ব্যাপার মনে করেন সানি।
তবে এই ম্যাচ কেকেআর জিততে চাইলে আন্দ্রে রাসেলকে অলরাউন্ড পারফরম্যান্স দিতে হবে এবং বল হাতে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন গাভাসকার। কিন্তু দিনের শেষে ফেভারিট হিসেবে তিনি কিছুটা হলেও এগিয়ে রাখতে চান মুম্বইকে। আর স্বয়ং রোহিত শর্মা ব্যাট হাতে নেতৃত্ব দেবেন বিশ্বাস করেন লিটল মাস্টার।
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: কেকেআরকে শিক্ষা দিতে তৈরি রোহিতের ব্যাট, ভবিষ্যৎবাণী গাভাসকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement