Rohit Sharma: কেকেআরকে শিক্ষা দিতে তৈরি রোহিতের ব্যাট, ভবিষ্যৎবাণী গাভাসকারের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: আজ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে একাই ভাগ্য বদলে দিতে পারেন রোহিত শর্মা। এমনটাই মনে করেন সুনীল গাভাসকার। সানি জানিয়েছেন শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন রোহিত তাতে একটা জিনিস পরিষ্কার এবার তাকে থামানো কঠিন। গাভাসকার বিশ্বাস করেন রোহিত শর্মা একবার ছন্দ পেয়ে গেলে তাকে আউট করা মুশকিল।
তিনি যতক্ষণ থাকবেন বিপক্ষ বোলারদের অবস্থা কাহিল করে দেবেন। রবিবার মুম্বই অধিনায়ক সেটাই করতে পারেন শাহরুখ খানের দলের বিপক্ষে। এমনিতে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান ভাল নয়। ৩১ সাক্ষাতের মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। ৯ বার কেকেআর। তবে শেষ ৫ সাক্ষাতে ৩-২ এগিয়ে কলকাতার দল। কেকেআর এবার সেরকম বড় তারকা না নিলেও দলটার মধ্যে একটা লড়াই করার স্পিরিট আছে।
advertisement
"The mood in the camp was always very upbeat and I am glad to get a win early in the tournament." 🎙️ 𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐑𝐎 is looking to continue the momentum 🆚 KKR on #ESADay 💙#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan #TATAIPL #IPL2023 #MIvKKR @ImRo45 MI TV pic.twitter.com/K0l9cEN8Po
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023
advertisement
advertisement
সানি মনে করেন রোহিত শর্মাকে যদি পাওয়ার প্লের ভেতর আউট করতে না পারা যায়, তাহলে কপালে দুঃখ আছে নীতিশ রানার দলের। পাশাপাশি তিলক বর্মা মিডল অর্ডারে যেভাবে নিজেকে মেলে ধরেছেন সেটাও দারুন ব্যাপার মনে করেন সানি।
তবে এই ম্যাচ কেকেআর জিততে চাইলে আন্দ্রে রাসেলকে অলরাউন্ড পারফরম্যান্স দিতে হবে এবং বল হাতে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন গাভাসকার। কিন্তু দিনের শেষে ফেভারিট হিসেবে তিনি কিছুটা হলেও এগিয়ে রাখতে চান মুম্বইকে। আর স্বয়ং রোহিত শর্মা ব্যাট হাতে নেতৃত্ব দেবেন বিশ্বাস করেন লিটল মাস্টার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 1:33 PM IST