স্পিনের বিরুদ্ধে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? গাভাসকরের উত্তর শুনলে চমকে যাবেন
- Published by:Rohan roychowdhury
Last Updated:
মুম্বই: স্পিন বোলিং খেলার বিরুদ্ধে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? সম্প্রতি এই প্রশ্নটা করা হয়েছিল কিংবদন্তি সুনীল গাভাসকারকে। উত্তরে তিনি জানিয়েছেন সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়দের কথা মাথায় রেখেও তিনি এই ব্যাপারে এক নম্বরে রাখতে চান ভিভিএস লক্ষণকে। সানি বলছেন লক্ষণ যেভাবে শেন ওয়ার্ন থেকে শুরু করে মুরলী এমনকি সাকলাইন এবং ম্যাক গিলদের বিপক্ষে ব্যাটিং করেছেন সেটা তিনি খুব কম ব্যাটসম্যানদের করতে দেখেছেন।
এই ব্যাপারে শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন ভিভিএস। এখনকার গিল, রোহিত, বিরাট, শ্রেয়সদের বিপক্ষে বিদেশি স্পিনার ভারতে এসে সফল হয়ে যাচ্ছেন। এর কারণ সঠিক টেকনিক না থাকা এবং পায়ের ব্যবহার এবং ধৈর্য দেখাতে না পারা। অস্ট্রেলিয়ার লায়ন এবং খুনেম্যান যেভাবে ভারতীয় ব্যাটিংকে চ্যালেঞ্জ জানিয়েছে সেটা অতীতে সম্ভব ছিল না।
advertisement
Sunil Gavaskar said "Ravindra Jadeja taking Labuschagne's wicket on a no-ball was the turning point. I think that cost India the match."#INDvsAUS pic.twitter.com/A9U4ri4TU3
— SportsBash (@thesportsbash) March 3, 2023
advertisement
গাভাসকার মনে করেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর কথা মাথায় রেখেই ভারত এমন উইকেট তৈরি করেছে। যদি বুমরাহ থাকত, তাহলে হয়তো এতটা স্পিন নির্ভর উইকেট হত না। কিন্তু সেটা যখন নেই তাই অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের কথা মাথায় রেখে এমন উইকেট বানানো হয়েছে।
advertisement
নাগপুর এবং দিল্লিতে ভারত সফল হয়েছিল। ইনদওরে এই স্ট্রাটেজি কাজ করেনি। তবে সানি মনে করেন আমেদাবাদে ব্যাটসম্যানরা নিজেদের প্রথম ইনিংসে বড় রান তুলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানোর যথেষ্ট সুযোগ এখনও রয়েছে ভারতের সামনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 11:57 AM IST

