নজিরবিহীন সঙ্কট! দ্বিতীয়দিনেও স্বাভাবিক হয়নি পরিষেবা... কোথা থেকে কত বিমান বাতিল, রইল তালিকা

Last Updated:

বৃহস্পতিবার ৫৫০টি বিমান বাতিল করেছে বিমানসংস্থা। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তাঁরা। ঠিক কোন সময়ে বিমান ছাড়বে, তা সংস্থার তরফে জানানো হয়নি।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: দ্বিতীয় দিনেও ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার ৫৫০টি বিমান বাতিল করেছে বিমানসংস্থা। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তাঁরা। ঠিক কোন সময়ে বিমান ছাড়বে, তা সংস্থার তরফে জানানো হয়নি।  কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিগো তাদের ফ্লাইট বাতিলের জন্য সংশোধিত ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL) নিয়ম বাস্তবায়নে সম সমস্যার সম্মুখীন হচ্ছে। দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে ইন্ডিগো।
ইন্ডিগো ফ্লাইট বাতিল
হায়দরাবাদ- ৯২
advertisement
দিল্লি- ২২৫
বেঙ্গালুরু- ১০২
মুম্বই- ১০৪
জয়পুর- ৩৪ 
পুণে- ৩২
শ্রীনগর-  ১০
চেন্নাই- ৩১
ডিজিসিএ-কে বিমান ভাড়ার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বড় ধরনের বিঘ্নের ফলে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি না হয়। মধ্যরাত থেকে সকাল ৬টার মধ্যে অবতরণের সংখ্যা সীমিত করেছে, ইতিমধ্যেই এক বছর বিলম্বিত করা হয়েছে যাতে বিমান সংস্থাগুলিকে তালিকা পুনর্নির্মাণের জন্য সময় দেওয়া হয়।ক্যারিয়ারের আরও তদবির সত্ত্বেও ডিজিসিএ আদালতের আদেশের কথা উল্লেখ করে সীমিত শিথিলতার সঙ্গে নিয়মগুলি প্রয়োগ করেছে।
advertisement
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
পাইলটদের ক্লান্তি দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ALPA) সম্প্রতি পরামর্শ দিয়েছে যে, ইন্ডিগোর বিমান বাতিল নিয়ম লঘু করার জন্য চাপ দেওয়ার দিকে যেতে পারে। ALPA জানিয়েছে, পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও বেশিরভাগ বিমান সংস্থাগুলি বেশ দেরিতে প্রস্তুতি শুরু করেছে, প্রয়োজন অনুসারে ১৫ দিন আগে থেকে ক্রু তালিকা সঠিকভাবে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে।” MoCA এবং AAI কর্মকর্তাদের দাবি, ইন্ডিগো তার নেটওয়ার্কে স্থিতিশীলতা পুনরুদ্ধার না করা পর্যন্ত রিয়েল-টাইম পর্যবেক্ষণ বজায় থাকবে। মন্ত্রণালয় বিমান বাতিল, কতজন ক্রু থাকছেন, FDTL নিয়ম এবং যাত্রী-সহায়তা ব্যবস্থা সম্পর্কে প্রতিদিনের আপডেট চেয়েছে।
advertisement
প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, কর্মীদের কাজের সংশোধিত সময়সূচিকে দায়ী করেছে ইন্ডিগো। ইন্ডিগো সূত্রে খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মীসংখ্যায় বেশ টান পড়ছে লক্ষ্য করা যাচ্ছে। সে কারণেই, পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। গোটা নভেম্বর মাস জুড়ে মোট ১২৩২টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নজিরবিহীন সঙ্কট! দ্বিতীয়দিনেও স্বাভাবিক হয়নি পরিষেবা... কোথা থেকে কত বিমান বাতিল, রইল তালিকা
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement