Indian Railways Dumdum Station: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways Dumdum Station: দমদম স্টেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ বদল, ট্রেনের সময়সূচি বদল। বাতিলও বেশ কয়েকটি লোকাল। ট্রেনের যাত্রীদের জন্য বড় খবর।
দমদম জংশন স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে, দমদম জংশন স্টেশন সীমায় সাত ঘণ্টা (০৬.১২.২০২৫ তারিখের ২২:৩০ টা থেকে ০৭.১২.২০২৫ তারিখের ৫:৩০ পর্যন্ত) ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে, ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১৩১৫৪ মালদা টাউন - শিয়ালদহ গৌর এক্সপ্রেস (০৬.১২.২০২৫ তারিখে শুরু) ২১:২৫ টার পরিবর্তে ২৩:১৫ টায় ছাড়বে।১৩১৬৪ সহরসা - শিয়ালদহ হাটে বাজার এক্সপ্রেস (০৬.১২.২০২৫ তারিখে শুরু) ১৪:১৫ টার পরিবর্তে ১৫:৫৫ টায় ছাড়বে।১২৩৪৪ হলদিবাড়ি - শিয়ালদহ দার্জিলিং মেল (০৬.১২.২০২৫ তারিখে শুরু) ১৮:১৫ টার পরিবর্তে ১৯:৫৫ টায় ছাড়বে।
advertisement
দমদম জংশন রেলওয়ে স্টেশন হল কলকাতা শহরতলি রেলেপ একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। স্টেশনটি শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইনে অবস্থিত। এই স্টেশনটি শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ-বনগাঁ-হাসনাবাদ-রানাঘাট লাইন ও শিয়ালদহ-ডানকুনি লাইনের সঙ্গে যুক্ত।৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১৪ জুলাই থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত। ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস বাতিল থাকবে ১৪ জুলাই এবং আগামী ১৬ জুলাই।
advertisement
