Durgapur News: অদ্ভুত দর্শন এই মাছের অবাক করা কাণ্ডকারখানা! দুর্গাপুর ব্যারেজে গেলেই মিলবে দেখা

Last Updated:

Durgapur News: বেলুন ফিশ নোনা জলের হয়। অর্থাৎ এই মাছ প্রায় ৩০ রকমের রয়েছে যে গুলি সামুদ্রিক প্রজাতির।

+
বেলুন

বেলুন মাছ

দুর্গাপুর, দীপিকা সরকার: দুর্গাপুর ব্যারেজের জলাধারে দেখা মিলছে এক অদ্ভুত দর্শন মাছের। ওই মাছ জল থেকে ডাঙাতে উঠতেই মেলে দারুণ চমক। নিজের ভোল বদলে মুহুর্তে বেলুনের মত ফুলে ওঠে এই মাছটি।এই অবস্থায় দেখতেও লাগে ভারি অদ্ভুত।এর ভয়ানক রুপ দেখে অনেকেই চমকে ওঠেন৷ স্থানীয় বাসিন্দা থেকে মৎস্যজীবীদের দাবি, ওই মাছটি বেলুনের আকারে ফুলে ওঠায়  বেলুন ফিস  নামেই পরিচিত। এছাড়াও ট্যাপা মাছ, পটকা মাছ ইত্যাদি  নামে বেশ পরিচিত। বেলুন ফিশ নোনা জলের হয়। অর্থাৎ এই মাছ প্রায় ৩০ রকমের রয়েছে যে গুলি সামুদ্রিক প্রজাতির।
আর সামুদ্রিক প্রজাতির বেলুন ফিশ প্রতিটিই মারাত্মক বিষাক্ত বলেই পরিগণনিত হয়। মিঠা জলের এক থেকে দুই প্রজাতির বেলুন ফিসের দেখা মেলে নদী ও খালবিলে৷ যদিও ভারতের নদী ও খালবিলে ওই দুই প্রজাতির কোনও বংশ নেই। বাংলাদেশে প্রায় প্রতিটি নদী ও খালবিলে ওই দুই প্রজাতির বেলুন ফিস পাওয়া যায়। একটি বেশ বিষাক্ত ও আরও একটি প্রজাতি বিষহীন বলে জানা গিয়েছে।
advertisement
একপ্রকার এই মাছ খাওয়া বেশ বিপদজনক। এই মাছ খেয়ে বহু মৃত্যুর ঘটনাও ঘটেছে বাংলাদেশে৷ ভারতের বা পশ্চিম বাংলায় নদী ও খালবিলে এই মাছের তেমনভাবে দেখা মেলেনি। সমুদ্র ও সাগরে অর্থাৎ নোনাজলে বেলুন ফিশ পাওয়া যায় ভারতে৷ এমনকি একসময় দামোদর নদে এই মাছ ছিলনা বা কখনও দেখা মেলেনি বলে দাবি মৎস্যজীবীদের। এই নদে মাছ কমে যাওয়ায় দেশি ও মিঠা জলের মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয় সরকারি ভাবে। ২০১৪ সালে দামোদর নদের দুর্গাপুর ব্যারেজের জলাধারে সরকারি ভাবে দেশি মাছের চারা ছাড়া হয়।
advertisement
advertisement
দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার মৎস্যজীবী রয়েছেন। যাঁরা কেবল দুর্গাপুর ব্যারেজের জলাধারে মৎস্য শিকার করে জীবন-জীবিকা অর্জন করছেন প্রায় ৫০ বছর ধরে। তাঁদের দাবি, ২০১৮ সালে সরকার থেকে মাছের চারা ছাড়ার সময়ই “বেলুন ফিস ” নামে পরিচিত ওই মাছের চারা চলে এসেছে। ওই সময় থেকে মৎস্যজীবীদের জালে বেলুন ফিস ধরা পড়ছে। ওই বেলুন ফিস দেখতে বহু কৌতুহলী মানুষ প্রায়ই আসছেন। এমনকি এলাকার বহু বাসিন্দা বেলুন ফিস খাচ্ছেন বলে দাবি মৎস্যজীবীদের। পাশাপাশি ভিন রাজ্যেও রফতানি হয়।
advertisement
মৎস্যজীবীদের আরও দাবি, অদ্ভুত দর্শনের এই মাছটি যাঁরা দেখেননি তাঁরা একবার দেখে বেশ আবাক হবেন। এই মাছ জলে ভেতর যখন থাকা কোনও বড় মাছ শিকার করতে চায় তখন সে নিজের পেটের ভেতর জল ভরে বেলুনের মত ফুলে বড় মাছের আকার ধারণ করে নিজের আত্মরক্ষা করে। বা এটাও বলা হয় বেলুন ফিস ভয় পেলে বেলুনের মত ফুলে বলের আকার নেয়। ডাঙায় তুললে বায়ু গ্রহণ করে পেট ফুলিয়ে বেলুন হয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur News: অদ্ভুত দর্শন এই মাছের অবাক করা কাণ্ডকারখানা! দুর্গাপুর ব্যারেজে গেলেই মিলবে দেখা
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement