Agriculture News: সারা বছর চাহিদা থাকে তুঙ্গে, খরচ-পরিশ্রম দুটোই কম! পূর্বস্থলীর চাষিদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman Agriculture News: একসময় যেখানে ধানই ছিল প্রধান ফসল, এখন সেখানে বিঘার পর বিঘা জমিতে সারি সারি অন্যরকম চাষ চোখে পড়ছে। ধান ও আলুর পাশাপাশি কম পরিশ্রমে ভাল আয় হওয়ায় চাষিদের মধ্যে দ্রুত বাড়ছে চাষের প্রবণতা।
ধান নয়, পেঁপে চাষ করেই এখন লাভবান হচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বহু চাষি। একসময় যেখানে ধানই ছিল প্রধান ফসল, এখন সেখানে বিঘার পর বিঘা জমিতে সারি সারি পেঁপে গাছ চোখে পড়ছে। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল কোনও পেঁপের বাগান। ধান ও আলুর পাশাপাশি কম পরিশ্রমে ভাল আয় হওয়ায় চাষিদের মধ্যে দ্রুত বাড়ছে পেঁপে চাষের প্রবণতা। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement
বাজারে সারা বছরই পেঁপের চাহিদা থাকে, ফলে দামও স্থিতিশীল থাকে। রোগ পোকার আক্রমণ কম হওয়ায় উৎপাদন ক্ষতির সম্ভাবনাও তুলনামূলক কম। বিশ্বরম্ভার চাষিরা বলছেন, অল্প মূলধন বিনিয়োগ করে বছরের পর বছর ধারাবাহিক আয় করা সম্ভব হওয়ায় ধান থেকে সরে এসে এখন অনেকেই পেঁপে চাষকেই স্থায়ী আয়ের উৎস হিসেবে গ্রহণ করছেন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
