Sunil Chhetri congratulates Ogbeche : আইএসএলে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পর ওগবেচেকে শুভেচ্ছা সুনীল ছেত্রীর

Last Updated:

Sunil Chhetri congratulates Bartholomew Ogbeche highest scorer in ISL history. আইএসএলে নতুন রেকর্ডের পর ওগবেচেকে শুভেচ্ছা সুনীল ছেত্রীর

ভারতীয় ফুটবলের মানচিত্রে নতুন ইতিহাস লিখলেন ওগবেচে
ভারতীয় ফুটবলের মানচিত্রে নতুন ইতিহাস লিখলেন ওগবেচে
#গোয়া: আইএসএলে তৈরি হল নতুন ইতিহাস। সোমবার রাতে হায়দারাবাদ জার্সিতে সেই ইতিহাস তৈরী করলেন বার্থোলোমিউ ওগবেচে। বুঝিয়ে দিলেন কেন তিনি লিগের ইতিহাসের সেরা স্কোরার। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত খেলেছিলেন লিওনেল মেসির বর্তমান ক্লাব পিএসজি - তে। এছাড়াও ইংল্যান্ডের মিডলসব্র এবং স্পেনের কিছু বিখ্যাত ক্লাবে খেলেছেন। আইএসএলে গোলের বন্যা বইয়ে দেওয়ার ধারা অব্যাহত রাখল হায়দরাবাদ এফসি।
মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে চূর্ণ করল তারা। জোড়া গোল করে আইএসএলের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ডটি নিজের দখলে নিলেন বার্থোলোমিউ ওগবেচে। এদিন ম্যাচের ৩ মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন ওগবেচে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান আকাশ মিশ্র। দ্বিতীয়ার্ধে হলো তিনটি গোল।
advertisement
advertisement
৬১ মিনিটে নিজের দ্বিতীয় তথা রেকর্ড সৃষ্টিকারী গোলটি করে খালিদ জামিলের দলের সমস্যা বাড়িয়ে দেন ওগবেচে। ৮৪ মিনিটে নিখিল পূজারী ও ৮৮ এডু গার্সিয়া হায়দরাবাদের বাকি গোল দুটি করেন। ম্যাচের প্রথম সুযোগটি কাজে লাগিয়েই গোল করেন ওগবেচে। ১৪ মিনিটের মাথায় সমতা ফেরানোর সুযোগ এসেছিল নর্থইস্টের কাছে, কিন্তু জাকারিয়া ডায়ালো বল জালে জড়াতে পারেননি।
advertisement
৩৫ মিনিটে জোয়েল চিয়ানেসের কর্নার থেকে আকাশ মিশ্রর হেড গোলে ঢোকার মুখে লাইন থেকে তা বাঁচান গোলকিপার শুভাশিস রায়। এরপর চিয়ানেসের কর্নারে মাথা ছুঁইয়েই দুরন্ত গোল করেন আকাশ। প্রথম গোলটির ক্ষেত্রেও অবদান ছিল কুশলী চিয়ানেসের। দ্বিতীয়ার্ধে আর লড়াইয়ের জায়গাতেই ছিল না নর্থইস্ট। ভিপি সুহের অফ সাইডের ফাঁদে জড়ানোয় তাদের একটি গোল বাতিলও হয়।
advertisement
ওগবেচে এদিন আইএসএলের ৪৯তম গোলটি করে ভেঙে দিলেন সুনীল ছেত্রী ও ফেরান কোরোমিনাসের ৪৮টি গোলের রেকর্ডটি। ওগবেচে এর আগে নর্থইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্স এফসির হয়েও আইএসএল সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আবার সোনার বুট পাবেন কিনা ওগবেচে সেটা সময় বলবে। কিন্তু তিনি যেভাবে এগোচ্ছেন তাতে এই সম্মান আবার পেলে কিছু বলার নেই।
advertisement
advertisement
পাশাপাশি একটা দল হিসেবে হায়দারাবাদ দুরন্ত ফুটবল খেলছে। স্প্যানিশ ম্যানেজার মানলো মারকুয়েজ দলটাকে একটা সিস্টেমে তৈরি করেছেন। বিদেশিদের পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলার এই দলটার সম্পদ। দেখে মনে হচ্ছে এবার হায়দারাবাদ প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারে।
ওগবেচে ছাড়াও তরুণ স্প্যানিশ স্ট্রাইকার সিভেইর ভাল সার্ভিস দিচ্ছেন। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হওয়ার পর ওগবেচেকে শুভেচ্ছা জানিয়েছেন সুনীল ছেত্রী। ভারতের ফুটবল অধিনায়ক মজা করে বলেছেন তিনি এই মরশুমে যত গোল মিস করেছেন, সেভাবে চলতে থাকলে নাইজেরিয়ান স্ট্রাইকারের রেকর্ড বেশ কিছুদিন অক্ষত থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri congratulates Ogbeche : আইএসএলে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার পর ওগবেচেকে শুভেচ্ছা সুনীল ছেত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement