Shubman Gill : ২ বছরের অপেক্ষার শেষ! টেস্টে প্রথম শতরান শুভমানের
- Published by:Debalina Datta
Last Updated:
শুভমান গিলের ক্যাচে অবাক হয়ে যান বিরাট কোহলিও৷ আসলে এই টেস্টে বেশ ঝকঝকে পারফরম্যান্স করছেন শুভমান গিল৷
টর#চট্টগ্রাম: ২৩ বছরের শুভমান গিল নিজের প্রথম শতরান করে ফেললেন৷ টেস্টের জার্সিতে অভিষেক ঘটার পর এল শুভমানের প্রথম শতরান৷ ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফ্লপ শো হলেও দ্বিতীয় ইনিংস কোনও ভুল করেননি৷ শুক্রবার চট্টগ্রামে এই নজির গড়লেন তিনি৷
১৬ ডিসেম্বর ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে এই রান করলেন তিনি৷ শুভমান গিল এদিন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করেন৷ প্রথম ইনিংসে ২০-র কাছে গিয়ে তাইজুল ইসলামের বলে প্যাডেল স্যুইপ করতে গিয়ে আউট হয়ে যান তিনি৷
advertisement
advertisement
এদিন শুভমান গিল ১৫২ বলে ১১০ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ১০ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ মেহেদি হাসানের বলে আউট হন তিনি৷
এদিকে এদিনের ঝকঝকে ইনিংসের আগে বাংলাদেশের প্রথম ইনিংসে দারুণ ক্যাচ নেন তিনি৷ একেবারে মুহূর্তেরও কম রিঅ্যাকশন টাইম দেন৷ ভারত বনাম বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনে শুভমান গিল এক দারুণ ক্যাচ নেন৷ ৫ উইকেটে ৯৭ রান এই অবস্থায় ছিল বাংলাদেশের ইনিংস৷ এরপর হাসান ও মুশফিকুর রহিম ব্যাট করছিলেন এই সময় বাঁ হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ৩৩ ওভারের প্রথম বলেই নুরুল হাসান ক্রিজে ডিপ ইন্টু আসা বলকে লেগ সাইডে মারতে গেলে শুভমান গিল একটা ব্লাইন্ডার নেন৷
advertisement
রইল সেই ব্লাইন্ডার ক্যাচের ছবি
Subhman Gill makes maiden century against Bangladesh in 1st testশুভমান গিলের ক্যাচে অবাক হয়ে যান বিরাট কোহলিও৷ আসলে এই টেস্টে বেশ ঝকঝকে পারফরম্যান্স করছেন শুভমান গিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 16, 2022 3:43 PM IST










